ENG vs WI (Photo Credit: England Cricket/ X)

বুধবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। বল হাতে স্যাম কারান (Sam Curran) ও ব্যাট হাতে জস বাটলারের (Jos Buttler) ফর্ম ফিরে আসায় ইংল্যান্ড ৩৯.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ২০২ রানে অলআউট করে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়। প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক আথানেজের উইকেট দিয়ে খেলা শুরু করেন গাস অ্যাটকিনসন। এরপর কারান ব্র্যান্ডন কিং, কেসি কার্টি ও শিমরন হেটমায়ারকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে বেশ সমস্যায় ফেলে দেন। তবে ফর্মে থাকা শাই হোপ (Shai Hope) ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লড়াই চালিয়ে যান। তিনি রাদারফোর্ডের সাথে পঞ্চম উইকেটে ১২৯ রানের জুটি গড়েন। কিন্তু লিয়াম লিভিংস্টোন আরেকটি বিপর্যয় ঘটিয়ে রাদারফোর্ড, ইয়ানিক কারিয়াহ এবং হোপকে ফেরান। পরে শেফার্ড ও জোসেফ দলকে ২০০ রান অতিক্রম করতে সাহায্য করলেও ১০.২ ওভার বাকি থাকতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। ENG Squad, ENG vs WI Series: ক্যারিবিয়ান সফরের ইংল্যান্ডের দল

এরপর রান তাড়া করতে নেমে উইল জ্যাকস ও ফিলিপ সল্ট ছয় ওভারের মধ্যে অর্ধশতরানের উদ্বোধনী জুটি গড়েন। আলজারি জোসেফ তার উদ্বোধনী স্পেলে ব্যয়বহুল প্রমাণিত হন। ষষ্ঠ ওভারে রোমারিও শেফার্ডের বলে ২১ রানে সল্ট বোল্ড হয়ে যান। জ্যাক ক্রলি ও বেন ডাকেটের আউট হন গুডাকেশের বলে। ৩ উইকেটে ৮৫ রানে ইংল্যান্ড যখন কিছুটা বিপাকে তখন জ্যাকস ও হ্যারি ব্রুক ইংল্যান্ডের হাল ধরেন। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে টিকতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ। ৭২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করে রাদারফোর্ডের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান জ্যাকস। ইংল্যান্ডের রান তখন ৪ উইকেটে ১১৭। তবে বাটলার এবং ব্রুক ছক্কা মেরে ইংল্যান্ডকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। তবে বাটলারও ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন। ১৩ ওয়ানডের পর প্রথম হাফসেঞ্চুরি করেন বাটলার। এছাড়া হ্যারি ৪৯ বলে ৪৩ রান করে জয় তুলে নেন।