KKR vs SRH Head-to-Head Record: গত মরসুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) আজ, ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫ (IPL 2025) এর ১৫তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahan) নেতৃত্বে কেকেআর (KKR)-এর আইপিএল ২০২৪ ফাইনালের মতোই আজ সেরাটা দিতে চাইবে। তারা বর্তমানে একটি জয় এবং দুটি পরাজয়ের পর মাঠে নামতে চলেছে। তাদের শেষ ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে ৮ উইকেটে হেরে যায় তারা। সেই ম্যাচে রাহানেরা মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। অন্যদিকে, প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে এসআরএইচ জয় দিয়ে তাদের অভিযান শুরু করে, তবে এরপরে পরপর দুটি পরাজয়ের মুখোমুখি হয়েছে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। আজ দুই দলই তাই জয়ের পথে ফিরতে মরিয়া হবে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের হেড-টু-হেড রেকর্ড। KKR vs SRH, Kolkata Weather Today: মেঘলা আকাশ! বৃষ্টিতে কি ভেস্তে যেতে পারে কলকাতা বনাম হায়দরাবাদের ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে এগিয়ে কে?
🔥 Head-to-Head Battle! 🔥
SRH vs KKR in IPL history:
🏏 Matches: 28
⚡ SRH Wins: 9
💥 KKR Wins: 19
Will SRH fight back, or will KKR extend their dominance in #IPL2025 Match 15 – #KKR vs #SRH today? 🤔🏆#SRHvKKR #KKRvsSRH #TATAIPL #Dream11 #dream11Prediction pic.twitter.com/D8SIUQnVvu
— IPL Mantra (@IPL_Mantra) April 3, 2025
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ হেড-টু-হেড রেকর্ড
আইপিএলে কেকেআর বনাম এসআরএইচে মোট ২৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে কেকেআর জিতেছে ১৯ বার এবং এসআরএইচ জিতেছে ৯ বার। শেষ ৯টি ম্যাচে কেকেআর জিতেছে ৭ বার। গত মরসুমেই কেকেআর সানরাইজার্সকে তিনবারের মধ্যে তিনবার হারিয়েছিল। যার মধ্যে লিগ পর্ব, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ ছিল। আইকনিক ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দু'দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ৭ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স।
ইডেনে কেকেআরের রেকর্ড
ইডেনে কেকেআর খেলেছে ৮৯ ম্যাচ। এর মধ্যে কেকেআর জয়ী হয়েছে ৫২টি ম্যাচে এবং হারের মুখ দেখেছে ৩৭টি ম্যাচে। এই মাঠে কেকেআর প্রথমে ব্যাট করে জয়ী হয়েছে ২৪ বার এবং চেস করে জয়ী হয়েছে ২৮ বার। কেকেআরের ইডেনে সর্বোচ্চ স্কোর হল ২৬১ এবং সর্বনিম্ন স্কোর হল ১০৮। ২০২৪ সালে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে পাঞ্জাব ২৬২/২ স্কোর করে। এছাড়া ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে আরসিবি ৪৯ রানে অলআউট হয়ে যায় এই মাঠেই।