KKR Fans at Eden (Photo Credit: KKR/ X)

KKR vs SRH, Kolkata Weather Today: আইপিএল (IPL) চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আজ আবার ঘরের মাঠে ফিরতে চলেছেন। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে হারার পর আজ আবার ইডেনেই খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার কেকেআরের (KKR)-এর খেলায় আগের মরসুমের মতো ধার নেই। ঘরের মাঠে হারের পর তারা রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) অ্যাওয়ে ম্যাচে আট উইকেটে পরাজিত করে আত্মবিশ্বাস জাগায়। তবে খারাপ ব্যাটিংয়ের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হয়। ওয়াংখেড়েতে মাত্র ১১৬ রানে গুটিয়ে গেলে আট উইকেটে হারের মুখ দেখতে হয় তাদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে রাহানের দল। আইপিএলের আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে জিততে মরিয়া কেকেআর। কিন্তু তার আগে কি বলছে আবহাওয়ার রিপোর্ট জেনে নেওয়া যাক। Rinku Singh Viral Video, IPL 2025: বিরাটের পর এবার রোহিত শর্মার থেকেও ব্যাট চাইলেন রিঙ্কু সিং, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার আবহাওয়া রিপোর্ট

কি বলছে কলকাতার আজকের আবহাওয়া রিপোর্ট

আজ, ৩ এপ্রিল আইপিএলে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কলকাতার আবহাওয়া আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘলা পরিস্থিতিতে ধীরগতির বোলাররা কাজে আসতে পারে। আবহাওয়ার রিপোর্ট বলছে, আজ ম্যাচের দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২-১৪ কিলোমিটার এবং তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আর্দ্রতার পরিমাণ ৫৪-৭০ শতাংশের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।