Mahedi Hasan Record: বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান (Mahedi Hasan) মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার টপ অর্ডার ভেঙে দেন। তার পারফরমেন্স কেবল বাংলাদেশের ২-১ সিরিজ নিশ্চিত করতেই সাহায্য করেনি, বরং ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) ১৩ বছরের পুরানো রেকর্ড ভেঙে ইতিহাসে তার নাম খোদাই করতে সাহায্য করেছেন। সিরিজে তার প্রথম ম্যাচেই মেহেদী শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১-১১-৪ এর দুর্দান্ত পরিসংখ্যান দিয়ে সবাইকে হতবাক করে দেন। এটি এই ভেন্যুতে আন্তর্জাতিক টি২০ ম্যাচে সফরকারী বোলারে সর্বশ্রেষ্ঠ পরিসংখ্যান। গতকাল (১৬ জুলাই) তার শিকার ছিলেন শ্রীলঙ্কার কিছু গুরুত্বপূর্ণ ব্যাটার। তিনি কুশল পেরেরা (Kusal Perera)-কে ডাকে, দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal)-কে ৪ রানে, চারিথ আসালাঙ্কা (Charith Asalanka)-কে ৩ রানে এবং পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)-কে ৪৬ রানে নিজেই ক্যাচ নিয়ে আউট করেন। SL vs BAN 3rd T20I Scorecard: তামিম, মেহেদির সুবাদে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম সিরিজ জয়ে ইতিহাস বাংলাদেশের; একনজরে স্কোরকার্ড
মেহেদী হাসানের অনন্য বোলিং
Mahedi Hasan ripped through the Sri Lankan batting order that laid the foundation for a comprehensive T20I series win for Bangladesh 🙌#SLvBAN 📝: https://t.co/926Am1RG3E pic.twitter.com/klbxAyPeer
— ICC (@ICC) July 17, 2025
কি ছিল হরভজন সিংয়ের রেকর্ড?
হরভজন সিংয়ের সেরার সেরা রেকর্ড এসেছিল ২০১২ সালে। সেই সময় আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে প্রথম স্পিনার হিসেবে এই রেকর্ড গড়েন। গত ১৩ বছর ধরে এই রেকর্ড আর কেউ ভাঙতে পারেনি। তবে মেহেদীর অসাধারণ স্পেলে তিনি ১ রান কম দিয়েছেন। তাই বর্তমান রেকর্ড এখন ১১ রান দিয়ে ৪ উইকেটের।
সেরা রেকর্ড কার নামে রয়েছে?
মেহেদী ভালো করলেও সেরা রেকর্ড কিন্তু তার নামে নেই। ২০২৪ সালে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরার তালিকায় শীর্ষে রয়েছেন। তবে মেহেদী সফরকারী দল হিসেবে এই মাঠে সেরার রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন।