
ICC ODI Rankings: আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মঙ্গলবার দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে সাহায্য করেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি চারের সাহায্যে ৯৮ বলে ৮৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোহলি। চার ইনিংসে ৭২.৩৩ গড় ও ৮৩.১৪ স্ট্রাইক রেটে ২১৭ রান করা কোহলি বর্তমানে চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশী রান করা তারকাদের তালিকায় তৃতীয়। এর আগে মহম্মদ রিজওয়ানের পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে শীর্ষ পাঁচে জায়গা করে নেন কোহলি। এদিকে দুই ধাপ নেমে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) তার শীর্ষস্থান ধরে রেখেছেন। Steve Smith ODI Retirement: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর ওয়ানডে থেকেই অবসর নিয়ে নিলেন স্টিভ স্মিথ
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং
Here is Latest ICC ODI Batting Rankings! pic.twitter.com/IDsiOIYii2
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) March 5, 2025
আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিং
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তিনি এখন শ্রীলঙ্কার স্পিনার মাহিশা থিকশানা (প্রথম) এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের (দ্বিতীয়) পিছনে রয়েছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরে ভারতের পেসার মহম্মদ শামি তিন ধাপ এগিয়ে ১১তম স্থানে (৬০৯ রেটিং পয়েন্ট) উঠে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট সহ চার ম্যাচে আট উইকেট নিয়েছেন শামি। দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন (৯ ধাপ এগিয়ে ১৮ তম স্থানে উঠে এসেছেন) এবং ইংল্যান্ডের জোফরা আর্চার (১৩ ধাপ এগিয়ে সমান ১৯তম স্থানে রয়েছেন)।
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং
আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ক্রিকেট বিশ্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার পর ৪০ বছর বয়সী মহম্মদ নবীকে পেছনে ফেলে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন ওমরজাই। এছাড়া আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে ২৬.৬৬ গড়ে ৮০ রান করার পাশাপাশি ৪.৫১ ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়েছেন অক্ষর।