India Team at Champions Trophy 2025 (Photo Credit: BCCI/ X)

BCCI Central Contracts: ভারতের ওয়ানডে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ২০২৪-২৫ মরসুমের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) থেকে তার কেন্দ্রীয় চুক্তি ফিরে পেতে পারেন। বিভিন্ন রিপোর্টের খবর অনুযায়ী, খেলোয়াড়দের চুক্তির বিষয়ে ঘোষণা শীঘ্রই করা হবে - সম্ভবত এই সপ্তাহেই। ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া (Devajit Saikia), প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের (Ajit Agarkar) মিটিংয়ের পর এই বিষয়ে নিশ্চিত হবে বলে জানা গিয়েছে। সেখানে শ্রেয়স এবং ইশান কিষানের (Ishan Kishan) ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। এখানে উল্লেখ্য, শ্রেয়স ও ইশান গত বছর বিসিসিআইয়ের চুক্তি হারিয়েছেন। বোর্ড তাদের উপর অসন্তুষ্ট ছিল কারণ তারা জাতীয় দলে না থাকাকালীন তাদের নিজ রাজ্য মুম্বই এবং ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ম্যাচ খেলেনি। IND vs ENG Test Series: ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত শর্মা, থাকছেন বিরাট কোহলি

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি পেতে চলেছেন শ্রেয়স আইয়ার

শ্রেয়সের ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত মনে হলেও কিষাণের পরিস্থিতি কিছুটা জটিল বলে মনে হচ্ছে। কারণ, তিনি ২০২৩ সালের শেষের দিক থেকে কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এবং বিসিসিআইয়ের খেলোয়াড়দের চুক্তির জন্যও নির্দিষ্ট নিয়ম রয়েছে। যোগ্যতা অর্জনের জন্য, খেলোয়াড়দের এক বছরে তিনটি টেস্ট, আটটি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে হবে বলে আগেই বিসিসিআইয়ের নিয়মে উল্লেখ করা হয়। কোচ গম্ভীর বর্তমানে ফ্রান্সে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি ফিরলেই এই নিয়ে গুয়াহাটিতে আলোচনা হবে আগামীকাল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪ শিরোপা জিততে এবং মুম্বইয়ের হয়ে বিভিন্ন ঘরোয়া ট্রফি জিততে সাহায্য করে শ্রেয়স সামগ্রিকভাবে দুর্দান্ত বছর কাটিয়েছেন। এছাড়াও, তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান করা প্লেয়ার হন।

কি হবে বিরাট-রোহিতের?

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিগুলি সাধারণত চারটি ভিন্ন ক্যাটাগরিতে বেতন পায়। এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৭ কোটি, 'এ' ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৫ কোটি এবং বি ও সি ক্যাটাগরির ক্রিকেটাররা পান যথাক্রমে ৩ কোটি ও ১ কোটি টাকা। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এ-প্লাস ব্র্যাকেটে তাদের জায়গা ধরে রাখবেন কিনা তা নিয়ে অনেক আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তাদের এ-প্লাসে থাকা নিয়ে। কারণ সাধারণত সব ফরম্যাটে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য এ প্লাস গ্রেড হয়। কিন্ত এই তিনজনই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন যদিও তারা আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এছাড়া রিপোর্ট বলছে, নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) এবার প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে চলেছেন।