Rohit Sharma (Photo Credit: BCCI/ X)

IND vs ENG Test Series: চলতি বছরের মাঝের দিকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে নাও থাকতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) খারাপ পারফরম্যান্সের পর আসন্ন সিরিজে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক। তবে বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট দলে নিজের জায়গা ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোহলি এবং রোহিত দুজনেরই অস্ট্রেলিয়ায় খারাপ সময় কেটেছে। সেই সময় রোহিত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউইয়ার টেস্ট থেকে সরে দাঁড়ান। পার্থ স্টেডিয়ামে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে খেলেননি রোহিত। কিন্তু অ্যাডিলেড ওভালে দিন-রাত্রির টেস্টে ফেরার পর থেকেই টেস্টে রানের জন্য সংগ্রাম করছেন রোহিত। তিন ম্যাচে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। Karun Nair, IND vs ENG: টেস্ট ক্রিকেটে ফিরছেন করুণ নায়ার! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে মিলবে জায়গা

ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত শর্মা

অভিজ্ঞ এই ব্যাটার সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর তাঁর অবসরের জল্পনাও তুঙ্গে। তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ইচ্ছা নেই বলে তখনই জানিয়ে দেন রোহিত। স্টার স্পোর্টসকে রোহিত বলেন, 'এটা অবসরের সিদ্ধান্তের জন্য নয়। আমি এই খেলা থেকে সরে যাচ্ছি না। কিন্তু ব্যাট হাতে রান করতে না পারায় এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন থেকে দুই মাস বা পাঁচ মাস পর রান করব এমন কোনো নিশ্চয়তা নেই। আমি অনেক ক্রিকেট দেখেছি, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড এবং দৈনন্দিন জীবন বদলে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে জিনিসগুলি পরিবর্তন হবে, তবে একই সময়ে, আমাকে বাস্তববাদীও হতে হবে। যাঁরা কমেন্ট্রি বক্সে বসেন, হাতে ল্যাপটপ নিয়ে লেখেন, তাঁরা ঠিক করতে পারবেন না আমার জীবন কীভাবে চলবে।'

অন্যদিকে পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও বড় স্কোর গড়তে পারেননি বিরাট। রোহিত এবং বিরাট রঞ্জি ট্রফিতেও ফিরে আসেন, তবে সেখানেও তারা বড় স্কোর করতে ব্যর্থ হন। তবে দুবাইয়ে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করার পর রোহিত ও বিরাট সংশোধন করেছেন। ফাইনালে রোহিত ৭৬ রান করেন এবং বিরাট পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে অপরাজিত ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন। ২০ জুন লিডসের হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারতের ইংল্যান্ড সফর। বাকি চারটি টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্রাফোর্ড ও কেনিংটন ওভালে।