
Shrachi Rarh Tigers vs Sobisco Smashers Malda, Bengal Pro T20 League 2025: শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ১৩ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে দিনের ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। শ্রাচি রাঢ় টাইগার্স (Shrachi Rarh Tigers) তাদের মরসুমের এটি প্রথম ম্যাচ হতে চলেছে। অন্যদিকে, সোবাস্কো স্ম্যাশার্স মালদার (Sobisco Smashers Malda) তাদের মরসুমের প্রথম ম্যাচে হারের মুখোমুখি হয়। সেই ম্যাচে মালদা ১৯.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়, এরপর সামনে থাকা মুর্শিদাবাদ কিংস (Murshidabad Kings) মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে এই রান তুলে নেয়। T20 Mumbai 2025 Final: ফের ফাইনালে হার শ্রেয়স আইয়ারের, জয়ী মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
Energy, emotions, entertainment—what a way to kick things off!
Here’s a glimpse into the grand opening of Bengal Pro T20 League!#BengalProT20 pic.twitter.com/C6Rq46xCPP
— Bengal Pro T20 League (@bengalprot20) June 12, 2025
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
১৩ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?
শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ
শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।