Bengal Pro T20 League 2025 (Photo Credit: @bengalprot20/ X)

Shrachi Rarh Tigers vs Rashmi Medinipur Wizards, Bengal Pro T20 League 2025: শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর ১৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ১৮ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে দিনের ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। শ্রাচি রাঢ় টাইগার্সের সময় খুবই খারাপ যাচ্ছে। তারা টানা পাঁচটি ম্যাচ হেরে বেশ বিপাকে রয়েছে। এই মরসুমে দুটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। অন্যদিকে, রেশমী মেদিনীপুর উইজার্ডসের এই অভিযান ভাল-খারাপ মেশানো। তবে শেষ ম্যাচে অ্যাডামস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors)-এর কাছে হেরেছে তারা। তারা দুটি জয়, একটি হার এবং একটি ফলাফলহীন ম্যাচের পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। SL vs BAN 1st Test Day 2 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫

বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

১৮ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ?

শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ

শ্রাচি রাঢ় টাইগার্স বনাম রেশমী মেদিনীপুর উইজার্ডস, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।