Pakistan National Cricket Team vs West Indies National Cricket Team: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। চলমান হোম সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে পাকিস্তানের। ২৫ জানুয়ারি থেকে মুলতান ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি। ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও আগের ম্যাচে ১২৭ রানের বড় জয় পায় পাকিস্তান। প্রথম ইনিংসে সেরা পারফরম্যান্স করেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ১৪১ রানের জুটিতে ভর করে আয়োজকরা ২৩০ রান সংগ্রহ করে। শাকিল ৮৭ ও রিজওয়ান ৭১ রানের ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় এবং তাদের প্রথম ইনিংসে ১৩৭ রান করতে পারে। পাকিস্তানের পক্ষে নোমান আলী ৫টি ও সাজিদ খান ৪টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৫২ রান করে তাদের সেরা ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক শান মাসুদ। ICC ODI Team of The Year 2024: আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নেই কোনো ভারতীয়, জায়গা করলেন পাকিস্তান, শ্রীলঙ্কার তারকারা
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ
Potent spin pair bowling in tandem 🏏
Noman Ali and Sajid Khan get in the groove for the second #PAKvWI Test 💫#RedBallRumble pic.twitter.com/2CJ72Wz1gr
— Pakistan Cricket (@TheRealPCB) January 24, 2025
পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম, শান মাসুদ (অধিনায়ক), কামরান গোলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আগা, নোমান আলী, সাজিদ খান, খুররম শাহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, ইমাম-উল-হক, রোহাইল নাজির, মহম্মদ হুরাইরা, কাশিফ আলী।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, কেসি কার্টি, কাভেম হজ, অ্যালিক আথানাজে, জাস্টিন গ্রিভস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ার, কেমার রোচ, জেডেন সিলস, গুদাকেশ মোতি, জোমেল ওয়ারিকান, তেভিন ইমল্যাচ, আমির জাঙ্গু।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
২৫ জানুয়ারি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে (Multan Cricket Stadium) আয়োজিত হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ম্যাচ?
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।