Bangladesh Women Team (Photo Credit: Female Cricket/ X)

New Zealand Women National Cricket Team vs Bangladesh Women National Cricket Team: নিউজিল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ অক্টোবর মুখোমুখি হবে NZ W বনাম BAN W। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন নিগার সুলতানা (Nigar Sultana)। অন্যদিকে, নিউজিল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সোফি ডিভাইন (Sophie Devine)। মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। NZ W vs BAN W, ICC Women's World Cup 2025 Winning Prediction: নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫

বাংলাদেশের একাদশঃরুবিয়া হায়দার, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক), শোভনা মোস্তারি, সুমাইয়া আকতার, স্বর্ণা আখতার, ফাহিমা খাতুন, নাহিদা আখতার, রাবেয়া খান, মারুফা আখতার, নিশিতা আখতার নিশি।

নিউজিল্যান্ডের একাদশঃসুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, রোজমেরি মায়ার, লিয়া তাহুহু, ইডেন কারসন।