ভারতের ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টে ছয়টি আঞ্চলিক দল নকআউট পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। গত বছরের মতো এবারও দলীপ ট্রফির আয়োজন করবে বেঙ্গালুরু। ৬টি জোনের মধ্যে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত দলীপ ট্রফি খেলা হবে: উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব। আগের বছরের ফাইনালিস্ট দক্ষিণ ও পশ্চিমের দল সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। বাকি চারটি দল দুটি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা সেমিফাইনালে দক্ষিণ ও পশ্চিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে। East Zone vs Central Zone, Duleep Trophy Live Streaming: পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
উত্তরাঞ্চল: নেহাল ওয়াধেরা, প্রশান্ত চোপড়া, ধ্রুব শোরে, মনন ভোরা, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), অঙ্কিত কুমার, এএস কালসি, হর্ষিত রানা, আবিদ মুশতাক, জয়ন্ত যাদব, পুলকিত নারাং, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ কাউল, বৈভব অরোরা, বলতেজ সিং। স্ট্যান্ডবাই খেলোয়াড়: মায়াঙ্ক ডাগার, মায়াঙ্ক মারকান্ডে, রবি চৌহান, আনমোল মহোত্রা, দিবেশ পাঠানিয়া, দিভিজ মেহরা, কুনাল মহাজন। দল থেকে বাদ পড়া খেলোয়াড়: মনদীপ সিং (চোট)।
উত্তর-পূর্বাঞ্চল: রংসেন জোনাথন (অধিনায়ক), নীলেশ লামিচানি (সহ-অধিনায়ক), কিষাণ লিংডো, ল্যাংলোনিয়াম্বা, এ আর আহলাওয়াত, জোসেফ লালথানখুমা, প্রফুল্লমণি (উইকেটরক্ষক), দিপু সাংমা, জোতিন ফেরোইজাম, ইমলিবতী লেমতুর, পালজোর তামাং, কিষাণ সিনহা, আকাশ কুমার চৌধুরী, রাজকুমার রেক্স সিং, নাগাহো চিশি। রিজার্ভ: লি ইয়ং লেপচা, নাবাম আবো, ডিকা রাল্টে।
Cricket in #Mizoram is still taking baby steps. Reason- the state ascn got recognised 5 years back. On Wednesday, when the #NorthEast team takes on #NorthZone in #DuleepTrophy, Mizoram’s #JosephLalthankhuma hopes to make a splash in it#CricketTwitter https://t.co/4KAxjhGPFB pic.twitter.com/FO3Nbe0l7o
— Tridib Baparnash ॐ (@TridibIANS) June 27, 2023
কবে, কোথায় আয়োজিত হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
২৮ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।
কখন থেকে শুরু হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।