Abhimanyu Eashwaran, Captain of East Zone (Photo Credit: Lalith Kalidas/ Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার পরে, এখন ভারতের ঘরোয়া ক্রিকেটের পালা। আজ শুরু হচ্ছে আন্তঃ-আঞ্চলিক দলীপ ট্রফি। এই টুর্নামেন্টে ছয়টি আঞ্চলিক দল নকআউট পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দলীপ ট্রফিতে শাহবাজ নাদিমকে সহ-অধিনায়ক করে পূর্বাঞ্চলের নেতৃত্ব দেবেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন। এক মাসের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ নিয়ে ঘরোয়া টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পূর্বাঞ্চলের নির্বাচকরা অবাক হন যখন জানতে পারেন যে, ১২ জুলাই থেকে ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার ঠিক আগে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলতে চান না কিষাণ। এদিকে, অসমের অলরাউন্ডার রিয়ান পরাগের নাম ঘোষণা করা হয়েছে ১৫ জনের দল উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির টুর্নামেন্টে বাংলার তরুণ পেসার ঈশান পোড়েল ও স্পিনার অনুকূল রায়ও জায়গা পেয়েছেন। Team India: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার যে সব খেলা থাকছে

পূর্বাঞ্চল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), শাহবাজ নাদিম (সহ-অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, এ মজুমদার, বিপিন সৌরভ, এ পোরেল (উইকেটরক্ষক), কে কুশাগরা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, সূর্যকান্ত প্রধান, আকাশ দীপ, অনুকুল রায়, এম মুরা সিং, ইশান পোরেল, সূর্যকান্ত প্রধান।

সেন্ট্রাল জোন: শিবম মাভি (অধিনায়ক), উপেন্দ্র যাদব (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), বিবেক সিং, হিমাংশু মন্ত্রী, কুনাল চান্দেলা, শুভম শর্মা, অমনদীপ খারে, রিঙ্কু সিং, অক্ষয় ওয়াডকার, ধ্রুব জুরেল, সৌরভ কুমার, মানব সুথার, সরাংশ জৈন, আবেশ খান, যশ ঠাকুর।

কবে, কোথায় আয়োজিত হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

২৮ জুন বেঙ্গালুরুর কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ড, আলুর (KSCA Cricket Ground, Alur) দলীপ ট্রফিতে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।

কখন থেকে শুরু হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

২০২৩ দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?

পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।