ভারতে আর ৯৯দিন পরেই শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ১২ বছর পর বিশ্বকাপ জেতার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। বিশ্বকাপে নামার আগে ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২টি টেস্টে, ৩টি ওয়ানডে ও ৫টি টোয়েন্টি। তারপরই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা আয়ারল্যান্ডে গিয়ে তিনটি টি টোয়েন্টি খেলবেন। মানে অগাস্টে ভারত মোট আটটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্য়াচ খেলবে। তারপরই সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খেলতে নামবে ভারত।
এশিয়া কাপের পর আর বিশ্বকাপে খেলতে নামার আগে আগে প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মারা।
আগামী তিন মাস টিম ইন্ডিয়ার সূচি
জুলাই-অগাস্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্টে, ৩টি ওয়ানডে ও ৫টি টোয়েন্টি
অগাস্ট : আয়ারল্যান্ড সফরে ৩টি টোয়েন্টি
সেপ্টেম্বর: এশিয়া কাপ (শ্রীলঙ্কা) (ওয়ানডে ফর্ম্য়াট)
সেপ্টেম্বর: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে
দেখুন টুইট
Schedule of India tour of Ireland:
First T20I - August 18
Second T20I - August 20
Third T20I - August 23 pic.twitter.com/Ex55CCmQuO
— Johns. (@CricCrazyJohns) June 27, 2023
আয়ারল্য়ান্ড সফরে ভারতীয় দলের ক্রীড়াসূচি
তিন ম্যাচের টি-২০
প্রথম ম্যাচ: ১৮ অগাস্ট
দ্বিতীয় ম্যাচ: ২০ অগাস্ট
তৃতীয় ম্যাচ: ২৩ অগাস্ট