MS Dhoni: লকডাউনে নিজের 'ক্ষেতে' ট্রাক্টর চালাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni Enjoys Tractor Ride (Photo Credits: Twitter/ CSK)

রাঁচি, ৩ জুন: এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। ছবিটি দেখার পর মহেন্দ্র সিং ধোনি যে কতটা বাইক-প্রিয়! সেটি স্পষ্ট হয়েছিল সকলের কাছেই। কিন্তু তাই বলে ট্রাক্টর (tractor)? হ্যাঁ ঠিক ধরেছেন। ধোনির(MS Dhoni) কাছে বলতে পারা যেতে পারে, ট্রাক্টর এখন সবচেয়ে পছন্দের। রাঁচিতে তাঁর ফার্মহাউজে (Ranchi farmhouse) ট্রাক্টর চালিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিছুদিন আগে ধোনির বাইক চালানোর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেটি তাঁর স্ত্রী সাকসি ইনস্টাগ্রাম লাইভে দেখিয়েছিলেন। এবার ফার্মহাউজে ট্রাক্টর চালানোর ভিডিওটি প্রকাশ্যে এল চেন্নাই সুপার কিংস (CSK)-র অফিসিয়াল টুইটার পেজে।

দেখে নিন পুরো ভিডিওটি একনজরে-

কিছুদিন আগেই বাইক। আর এবার ট্রাক্টর। একে লকডাউন, তার উপর করোনা-ত্রস্তে পিছিয়েছে আইপিএলও। তাই সময় কাটাতে ধোনি 'সিন্দুক' থেকে বের করছেন তাঁর পছন্দের কিছু গাড়ি। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে হতে পারে আইপিএল ২০২০।