Latest ICC Test Rankings: স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে টপকে আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কেন উইলিয়ামসন
Kane Williamson (Photo Credits: IANS)

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) এবং ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) এক নম্বরে উঠে এলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Latest ICC Test Rankings)। উইলিয়ামসন বুধবার বে ওভালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। তাঁর পয়েন্ট ৮৯০। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ফর্মে নেই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দুটি টেস্টে তিনি দুই অঙ্কের রান করতে পারেননি। তাই কোহলির পরে তৃতীয় স্থানে নেমেছেন তিনি। বিরাট কোহলির পয়েন্ট ৮৭৯। স্মিথের পয়েন্ট ৮৭৭।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতরানের পরে ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক অজিঙ্কে রাহানে ছয় নম্বরে উঠে এসেছেন। তাঁর পয়েন্ট ৭৮৪। আরও পড়ুন: Ind vs Aus: ঘরে ফিরছেন উমেশ যাদব, শেষ ২ টেস্টে পরিবর্ত হতে পারেন টি নটরাজন

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্ট বোলার হিসাবে শীর্ষে রয়েছেন। তাঁর দেশেরই মিচেল স্টার্ক দুটি স্থান এগিয়ে শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন। মেলবোর্ন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সপ্তম স্থানে রয়েছেন। অন্যদিকে পেসার জেসপ্রিত বুমরা নবম স্থানে রয়েছেন।