India National Cricket Team vs West Indies National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১২ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) ম্যাচের তৃতীয় দিনে মুখোমুখি হয়েছে IND বনাম WI। দিল্লিতে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ৫ উইকেটের সুবাদে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। গতকাল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) নেওয়া ৩ উইকেটের সঙ্গে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ১টি করে উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালিক আথানাজে (Alick Athanaze)। বাকি কেউ ৪০ রান পর্যন্ত করতে পারেনি। ভারতের দেওয়া ৫১৮/৫ স্কোরের থেকে এখনও ২৭০ রানে পিছিয়ে তারা। ভারত চাইলেই তাদের ফলো-অন দিতে পারে। Sai Sudharsan Injury Update: চোটের কারণে দিল্লি টেস্টে মাঠে নেই সাই সুদর্শন, আপডেট দিল বিসিসিআই
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন
𝙄𝙣𝙣𝙞𝙣𝙜𝙨 𝘽𝙧𝙚𝙖𝙠!
5⃣ wickets for Kuldeep Yadav
3⃣ wickets for Ravindra Jadeja
1⃣ wicket each for Mohd. Siraj and Jasprit Bumrah #TeamIndia lead by 270 runs and have enforced the follow-on 👍
Scorecard ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/qEIjD4t2OT
— BCCI (@BCCI) October 12, 2025
এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল টার্গেট দেয় ভারত। শুভমন গিল (Shubman Gill) গতকাল সেঞ্চুরি করে ১৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। দ্বিতীয় ইনিংসে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৪৪ রানে রস্টন চেজের (Roston Chase) বলে বোল্ড হতেই ৫১৮/৫ স্কোরে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় দিন সকালে ১৭৫ রানে রান আউট হয়ে যান তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যশস্বী সাই সুদর্শন (Sai Sudharsan)-এর সঙ্গে দ্বিতীয় উইকেটে তাদের ১৯৩ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রথম দিনে উইকেট তুলতে কালঘাম ছুটিয়ে দেন। সাই নিজে ১৬৫ বলে ৮৭ রান করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হলেন জোমেল ওয়ারিকান (Jomel Warrican)। তিনি ছাড়া আর কোনও বোলার সেভাবে প্রভাব ফেলতে পারেননি।