KKR vs CSK, IPL 2025 (Photo Credit: KKR/ X)

Kolkata Knight Riders vs Chennai Super Kings, IPL 2025 Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৫৭ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৭ মে মুখোমুখি হবে কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK)। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। একই ভেন্যুতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক রানে জয়ের পর লড়াইয়ে নামবে কলকাতা। সেই জয় তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। আজকেও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) দল ম্যাচ জিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলটি টানা চতুর্থ পরাজয় নিয়ে আগেই আইপিএল থেকে বিদায় নিয়েছে। এই মরসুমে বাদ পড়া প্রথম দল হওয়ার পর তাদের কাছে আজ বাকিদের সুযোগ নষ্ট করার ভাল সুযোগ রয়েছে। এমনিতেও সিএসকে (CSK) অতীতে কেকেআরের (KKR) চেয়ে এগিয়ে। KKR vs CSK, IPL 2025 Winning Prediction: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মঈন আলী, স্পেন্সার জনসন, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, মনিশ পান্ডে, ময়ঙ্ক মারকান্ডে, লভনিথ সিসোদিয়া, চেতন সাকারিয়া, কুইন্টন ডি কক, এনরিখ নর্টজে, স্পেন্সার জনসন।

চেন্নাই সুপার কিংস স্কোয়াডঃ আয়ুশ মহাত্রে, শেখ রশিদ, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক/ অধিনায়ক), শিবম দুবে, দীপক হুডা, অনশুল কাম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা, রবিচন্দ্রন অশ্বিন, জেমি ওভারটন, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, শ্রেয়াস গোপাল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, মুকেশ চৌধুরী, উরভিল প্যাটেল, নাথান এলিস, আন্দ্রে সিদ্ধার্থ সি।

আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?

৭ মে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।