Kolkata Knight Riders vs Chennai Super Kings, IPL 2025 Winning Prediction: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৫৭ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৭ মে মুখোমুখি হবে কেকেআর বনাম সিএসকে (KKR vs CSK)। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়েছে কেকেআর (KKR)। প্রথমে ব্যাট করে ২০৬/৪ তোলে তারা, দ্বিতীয়ার্ধে খারাপ বোলিং করলেও অসাধারণ ফিল্ডিং করে কেকেআর কোনওরকমে জয় ছিনিয়ে আনে। অন্যদিকে, আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২ রানে হেরেছিল সিএসকে (CSK)। তারা প্রথম ইনিংসে ২১৩/৫ রান করে এবং তাড়া করার সময় আরসিবি বোলাররা তাদের স্নায়ু ধরে রাখে এবং ক্লোজ ম্যাচে সিএসকেকে আটকে দেয়। KKR vs CSK, IPL 2025 Dream11 Prediction: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫
Lions ride to the eDen for the night clash! 🦁#KKRvCSK #WhistlePodu #Yellove🦁 pic.twitter.com/WdFfWVHM6v
— Chennai Super Kings (@ChennaiIPL) May 7, 2025
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
আইপিএলে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। এই ৩২টি ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১২ বার এবং চেন্নাই সুপার কিংস ২০ বার জিতেছে।
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
ইডেন গার্ডেন্সের পিচের রেকর্ড বলছে যে প্রথমে ব্যাট করা দলগুলি আইপিএল ২০২৫-এ এখানে বেশী ম্যাচ জিতেছে। প্রথম ইনিংসের গড় স্কোর দ্বিতীয় ইনিংসের গড়কে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড বলছে যে প্রথমে ব্যাট করা দলগুলির এদিকে যথেষ্ট সুবিধা পেয়েছে। তাই টস জিতে প্রথমে ব্যাট করা আরও ভাল সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৯৫-২০৫ রান
দ্বিতীয় ইনিংস:১৭০-১৮০ রান
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
কেকেআর এখন প্লে-অফে জায়গা করতে মরিয়া। এদিকে সিএসকে এই আশা সবচেয়ে আগে শেষ হয়েছে। সেকারণে সিএসকে কয়েকটি ম্যাচ ধরে ভবিষ্যতের জন্য তাদের স্কোয়াড গড়তে ব্যস্ত। দলে এসেছে অনেক নতুন মুখ চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সেইকারণে সিএসকের হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকা সত্ত্বেও, কেকেআরের শক্তিশালী ফর্ম এবং হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারবে বলে আশা করা যায়, সেই কারণে এই ম্যাচে ফেভারিট তারা।
Google বলছে, আজ কলকাতা নাইট রাইডার্সের জেতার সম্ভাবনা-৬২% এবং চেন্নাই সুপার কিংসের সম্ভাবনা-৩৮%