East Bengal FC (Photo Credit: @eastbengal_fc/ X)

Kerala Blasters FC vs East Bengal FC, ISL 2024-25: ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) মরসুমের প্রথম জয়ের লক্ষ্যে রবিবার ২২ সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে। কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএল-এর ম্যাচটি হবে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় ইস্টবেঙ্গলের আইএসএল অভিযানের শুরুটা মোটেও ভাল হয়নি। এদিকে কেরালা ব্লাস্টার্সও আইএসএল অভিযান জয় সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছে। পঞ্জাব এফসি-র কাছে ২-১ গোলে হেরেছে তারা। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে শেষ দিকে গোল হজম করে খালি হাতে ফিরেছে কেরালা ব্লাস্টার্স। সব মিলিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গল এফসি আটবার একে অপরের মুখোমুখি হয়েছে এবং লাল ও হলুদ ব্রিগেড দু'বার জিতেছে। কেরালা ব্লাস্টার্স তাদের কলকাতার প্রতিপক্ষকে তিনবার পরাজিত করে এবং বাকি তিনটি ম্যাচ ড্রয়ে শেষ হয়। ISL Special Metro Service: আইএসএল ফুটবল ম্যাচের পর সল্টলেক থেকে শিয়ালদহ অবধি বিশেষ মেট্রো পরিষেবা,জানাল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ

কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫

কবে, কোথায় আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

২২ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Kochi) আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।