Umar Nazir (Photo Credit: BCCI Domestic/ X)

Who is Umar Nazir? ভারতীয় ক্রিকেটে খুব কমই কেউ উমর নাজিরের নাম শুনেছেন। তবে রঞ্জি ট্রফিতে ভারতের দুই তারকা ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছেন উমর। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিপক্ষে খেলতে দেখা যায় জম্মু-কাশ্মীরের এই তারকাকে। এই ম্যাচে রোহিত শর্মার ব্যাট ফ্লপ হয়। ইনিংসে ১৮ বলে ১৯ বলে লড়তে দেখা যায় রোহিতকে। ১০ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এতে উমর নাজিরের কোনও অসুবিধা হয়নি। তাকে আউট করতেই দলে ডাক পেয়ে যান এই পেসার। বেশ কিছুদিন ধরেই রোহিত শর্মাকে প্রত্যেক ফাস্ট বোলারের সামনে লড়াই করতে দেখা গেছে। সে বাংলাদেশের বোলার হোক বা অস্ট্রেলিয়া। এই ম্যাচের প্রথম ইনিংসে ওমরের ১৩ বল মোকাবেলা করেন রোহিত। যেখানে তিনি একটি রানও করতে পারেননি। রোহিতের ইনিংসের ১৯তম বলে নাজির তাকে ডজ করলে অধিনায়ক পরশ ডোগরার হাতে ক্যাচ দেন। Rohit Sharma in Ranji Trophy: রঞ্জিতে ফিরে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাত্র ৩ রানে আউট রোহিত শর্মা, দেখুন ভিডিও

মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানেও শিকার হয়েছেন উমর নাজিরের শিকার। রাহানে ১২ রান করে ওমরের বলে বোল্ড হন। মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বস্ত হয়ে উঠেছেন উমর। এখন জেনে নেওয়া যাক কে এই তারকা। উমর নাজিরের পুরো নাম উমর নাজির মীর। ৬ ফুট ৪ ইঞ্চির এই পেসারের বাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি ছোট্ট শহর মালিকপোরায়। তার লম্বা চেহারা এবং সাবলীল বোলিং অ্যাকশন তাকে ঘরোয়া সার্কিটে শিরোনামে রেখেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা তাঁর অনুপ্রেরণা। ৩১ বছর বয়সী এই পেসার বরাবরই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেছেন। ঘরোয়া ক্রিকেটে তার যাত্রায় সংগ্রাম থাকলেও তার প্রতিভা নিয়ে কখনও সন্দেহ ছিল না। স্ট্যাটস বলছে মুম্বইয়ের বিপক্ষে ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩৮ উইকেট নিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। গত বছর সার্ভিসেসের বিপক্ষে ৫৩ রানে ৬ উইকেট নিয়ে তার সেরা ইনিংস ছিল। এছাড়া ৩২ টি-টোয়েন্টি উইকেটের মালিক তিনি।