নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। ওয়েলিংটন টেস্টের (India vs New Zealand 1st Test 2020) প্রথম ইনিংসে নিলেন পাঁচ উইকেট। যা তাঁর কেরিয়ারের ১১তম পাঁচ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে এর আগে জাহির খান (Zaheer Khan) ১১বার ৫ উইকেট নিয়েছিলেন। তিনি এতদিন ছিলেন ভারতীয়দের মধ্যে এই তালিকায় পাঁচে। ইশান্তও এখন যোগ দিলেন জাহিরের সঙ্গে। ফলে, যুগ্ম ভাবে পাঁচে রইলেন জাহির-ইশান্ত। ৩১ বছর বয়সি ইশান্তের এখন টেস্টে মোট উইকেট সংখ্যা হল ২৯৭। আর ৩ উইকেট নিলেই তিনশো উইকেটের ক্লাবে পৌঁছে যাবেন ডানহাতি এই পেসার। অর্থাৎ আর ৩ উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া বোলারদের তালিকায় প্রবেশ করবেন ইশান্ত।
ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬৮ রান দিয়ে নিউজিল্যান্ডের ৫ জন ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। ভারতের ১৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৪৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। টম লাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে আউট করেছেন ইশান্ত। নিউজিল্যান্ডে এটা ইশান্তের তৃতীয়বার পাঁচ উইকেট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এটা তাঁর দ্বিতীয়বার ৫ উইকেট। ২০১৪ সালে এখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সার্বিক ভাবে দেশের বাইরে এটা ইশান্তের নবম ৫ উইকেট। তবে তাঁর ৫ উইকেট সত্ত্বেও প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। আরও পড়ুন: Suraj Lata Devi: স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ 'চাক দে ইন্ডিয়া'-র অনুপ্রেরণা প্রাক্তন হকি অধিনায়ক সুরজ লতা দেবীর
Ishant Sharma at Basin Reserve, Wellington.
2014 - 5-wicket haul ☑️
2020 - 5-wicket haul ☑️#TeamIndia #NZvIND pic.twitter.com/E3YLO1T1YZ
— BCCI (@BCCI) February 23, 2020
ইশান্তের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি। যিনি ২০১৮ সালে ইংল্যান্ডের সাসেক্স কাউন্টিতে ইশান্তের কোচ ছিলেন। তিনি টুইট করেছেন, “ইশান্তকে ভাল বল করতে দেখে খুব খুশি হয়েছি। এর নেপথ্যে ওর শেখার ইচ্ছা, উন্নতির তাগিদ ও আরও ভাল করার ইচ্ছা রয়েছে। বিসিসিআইয়ের বর্তমান কোচিং স্টাফদের অবদানও রয়েছে এর পিছনে।”