সুরজ লতা দেবী (Picture Credits: Twitter)

ইম্ফল, ২১ ফেব্রুয়ারি: স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক সুরজ লতা দেবী (Suraj Lata Devi)। বিয়ের পর থেকেই তাঁর স্বামী পণের দাবিতে প্রচন্ড অত্যাচার করেছে বলে জানান তিনি। এই সুরজ লতা দেবীর দুর্দান্ত জয়ের ঘটনা অবলম্বনেই বলিউডে তৈরি হয়েছিল শাহরুখ খান অভিনীত সুপারহিট হিন্দি ছবি 'চাক দে ইন্ডিয়া' (Chak De India)।

২০০৫-এ বিয়ে করেন সুরজ লতা দেবী। রয়েছে দুই সন্তানও। স্বামীর নাম শান্টা সিং। ইম্ফলে বুধবার সাংবাদিক বৈঠক ডেকে সুরজ লতা দেবী তাঁর ওপরে দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক অত্যাচারের কথা প্রকাশ্যে আনেন। সন্তানদের কথা ভেবেই এতদিন তিনি চুপ করে ছিলেন বলে জানিয়েছেন। কিন্তু অত্যাচার সীমা ছাড়ানোয় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। আরও পড়ুন, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার মেয়েদের জয়জয়কার, দিব্যা কাকরান পিঙ্কি রানি সরিতা মোর

অর্জুন পুরস্কারজয়ী লতা দেবীর অধিনায়কত্বে ভারত ২০০২-এ কমনওয়েলথ গেমসে সোনা জেতে। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় 'চাক দে ইন্ডিয়া' ছবিটি। ২০০৩-এ অ্যাফ্রো-এশিয়ান গেমস এবং ২০০৪-এ হকি এশিয়া কাপেও দেশকে সোনা এনে দেন তিনি।