![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/02/Asian-Wrestling-Championships-380x214.jpg)
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: ক্রিকেট নিয়ে ব্যস্ত ভারত, তার ফাঁকেই ফের সোনার মেয়েদের উত্থান। বৃহস্পতিবার কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হল নতুন ইতিহাস। একজন নয় পরপর তিন জন, এশিয়ান কুস্তি চ্যম্পিয়নশিপে (Asian Wrestling Championships) সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন। প্রথমেই নাম করতে হবে দিব্যা কাকরানের। গোটা টুর্নামেন্টে নজরাকাড়া পারফরম্যান্স করে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। বৃহস্পতিবার ফেভারিট থেকেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে সোনা জিতলিন দিব্যা। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন নারুয়া মাতসুয়ুকিকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন দিব্যা কাকরনা। চোখে লেগে থাকা পারফরম্যান্সের মধ্যে একমাত্র মঙ্গোলিয়ান কুস্তিগীরের বিরুদ্ধেই তাঁকে সামান্য নড়বড়ে লেগেছে। তবে দিনটা যখন তাঁর ছিল, জয়তো ভারতের ঘরেই আসবে।
এসেছে, ৬৮ কেজি ক্যাটেগরিতে রাউন্ড-রবিন ফরম্যাটে প্রতিপক্ষ পাঁচ কুস্তিগীরের বিরুদ্ধে চারটের প্রত্যেকটি বাউটেই জিতেছেন দিব্যা। স্টেডিয়ামে যখন আনন্দের রেশ নতুন মাত্রা যোগ করেছে তখন ফের সোনা। এবার পিঙ্কি রানির পালা। কেডি যাদব স্টেডিয়ামে ৫৫ কেজি ক্যাটেগরির ফাইনালে পিঙ্কি ২-১ হারিয়েছেন মঙ্গোলিয়ান প্রতিপক্ষ দুলগুন বোলোরমাকে। উজবেকিস্তানের শোকিদা আখমেদোভার বিরুদ্ধে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলেন পিঙ্কি। সেমিফাইনালে মারিনা জুয়েভার বিরুদ্ধে ঝড় তুলে, ৬-০ পরাস্ত করেন। আরও পড়ুন-Coronavirus Outbreak: করোনার আতঙ্ক এবার লাদাখে, লেহ-তে মৃত ১ আক্রান্ত ২জন রয়েছেন আইসোলেশনে
এই টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সোনা জিতে নজির গড়লেন সরিতা মোরে। ৫৯ কেজির ফাইনালে মঙ্গোলিয়ার বাটসেতসেগ আটলান্টসেটসেগকে ৩-২ হারিয়েছেন সরিতা। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় মহিলাদের এই জয়জয়কার সত্যি দেখার মতো। তবে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে এই প্রথম সোনা জিতেছে ভারতীয় মহিলারা, এমনটা কিন্তু নয়। কুস্তিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছিলেন নভজ্যোত কৌর। ২০১৮-য় কিরগিজস্তানের বিশকেক থেকে ৬৫ কেজি ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন নভজ্যোত।