(Photo Credits: IANS)

বিশাখাপটনম, ১৮ ডিসেম্বর: IND vs WI 2nd ODI 2019-দ্বিতীয় ওয়ানডে-তে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত (India)। বুধবার বিশাখাপটনমে দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারাল বিরাট কোহলিরা। টসে জিতে বিরাট কোহলিকে (Virat Kohli) ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ভারত পাহাড়প্রমাণ ৩৮৭ রান করে। এই রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ২৮০ রানে।

ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ক্যারিবিয়ান বোলিং আক্রমণকে ধ্বংস করেন। দুর্দান্ত সেঞ্চুরি করেন দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও লোকেশ রাহুল (Lokesh Rahul)। পরে ভারতীয় বোলারদের দাপটে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ইনিংস। শাই হোপ (৭৮) ও পুরান (৭৫) লড়লেও বাকিরা কার্যত উইকেট দিয়ে আসেন। ওয়ানডে কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরিটি করেন হিটম্যান রোহিত শর্মা। তাও আবার ১০৭ বলে। লোকেশ রাহুল কেরিয়ারের তৃতীয় ওয়ানডে শতরানটি করেন ১০২ বলে। ১০৪ বলে ১০২ রানে থামেন রাহুল। প্রথম উইকেটে জুটিতে রোহিত-রাহুল যোগ করেন ২২৭ রান। যদিও আশাহত করেন অধিনায়ক বিরাট কোহলি। রাহুল ফেরার পরে খাতা না খুলেই প্যাভিনিয়নে ফেরেন বিরাট। রোহিত শেষ পর্যন্ত ফেরেন ১৩৮ বলে ১৫৯ রান করে। ১৭টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল হিটম্যানের ইনিংস। রোহিত আউট হওয়ার পর ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার (৩২ বলে ৫৩) ও ঋষভ পন্থ (১৬ বলে ৩৯)। শ্রেয়াসের ইনিংসে ছিল চারটি ছয় ও তিনটি চার। ঋষভও মারলেন চারটি ছয় ও তিনটি চার। দু’ জনে চতুর্থ উইকেটে যোগ করেন ৭৩ রান। শেষের দিকে ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। আরও পড়ুন:  El Clasico 2019: আজ লা লিগায় এল ক্লাসিকো, বার্সোলোনা বনাম রিয়াল মাদ্রিদ, দেখে নেব কারা কারা এই ম্যাচের ভাগ্য বদলাতে পারেন

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজও ৷ ওপেনিংয়ে ৬১ রানের পার্টনারশিপ গড়েন ইভেন লুইস ও শাই হোপ৷ ক্যারিবিয়ান ইনিংসে প্রথম ধাক্কা দেন শার্দুল ঠাকুর। কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যান শাই হোপ৷ গত ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ার মাত্র ৪ রান করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ যদিও নিকোলাস পুরানকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান হোপ৷ ৪৭ বলে ৭৮ রান করে শামির বলে প্যাভিলিয়নে ফেরেন নিকোলাস পুরান৷ অধিনায়ক পোলার্ড শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ এর পরই শুরু হয় কুলদীপ যাদবের ম্যাজিক৷ শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি। শেষ দিকে খেরি পিয়ারকে সঙ্গী করে ম্যাচ বের করার চেষ্টা করেন কিমো পল৷ কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি৷ ১০৭ রানে ম্যাচ পকেটে ভরে ভারত। এই ম্যাচে জয়ের ফলে সিরিজ়ে সমতা ফেরাল ভারত ৷