India National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারত গ্রুপ স্টেজে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর আজ আবার মুখোমুখি হয়। ভারত এবং পাকিস্তান দুই দলই টুর্নামেন্টের গ্রুপ এ থেকে উঠে এসেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে অপরাজিত হয়ে পৌঁছেছে। আরব এবং পাকিস্তানের বিরুদ্ধে আরামদায়কভাবে জয়লাভ করার পর শুক্রবার আবুধাবিতে ওমানের বিপক্ষে একটি চাঞ্চল্যকর পরাজয় এড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে, দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ভারতের কাছে হারলেও আরব এবং ওমানের বিরুদ্ধে জয়লাভ করে গ্রুপে দ্বিতীয় স্থান পেয়েছে। IND vs PAK, Super Four Asia Cup 2025 Dream11 Prediction: ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫
India vs Pakistan, Chapter Two in the #DPWorldAsiaCup2025 🔥
Cricket's biggest rivalry in cricket unfolds tonight, 7 PM onwards, on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #INDvPAK pic.twitter.com/MiDjZmdcxS
— Sony Sports Network (@SonySportsNetwk) September 21, 2025
ভারতের স্কোয়াডঃ অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, রিংকু সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
পাকিস্তানের স্কোয়াডঃ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, হুসেন তালাত, হাসান আলী, খুশদিল শাহ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা।
এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
২১ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে Sony Sports 1, Sony Sports 3 (Hindi) এবং Sony Sports 5 চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV অ্যাপে।