India National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ এ পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করেছে। তাদের তিনটি জয়ের সামনে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে দুটি জয় পেয়ে। পাকিস্তান এবং ভারত ইতিমধ্যে টুর্নামেন্টে গ্রুপ স্টেজে একবার মুখোমুখি হয়েছে এবং ব্লু মেন চিরপ্রতিদ্বন্দ্বীদের সাত উইকেটে পরাজিত করে। আজ তাড়া আবার পাকিস্তানকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চাইবে। IND vs PAK, Super Four Asia Cup 2025 Live Streaming in India: ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫; সরাসরি দেখুন ভারতে
ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫
India vs Pakistan has been a one-sided rivalry in major tournaments 📈📉👀#AsiaCup #INDvPAK pic.twitter.com/CYQpbbVO9n
— Sport360° (@Sport360) September 15, 2025
এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
২১ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ঃ৩০টায়।
বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ
ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে বাংলাদেশে দেখা যাবে Toffee অ্যাপে।