IND vs PAK in Asia Cup (Photo Credit: InsideSport/ X)

India National Cricket Team vs Pakistan National Cricket Team, Free Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর সুপার ফোর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-এর দল এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় সুপার ফোর ম্যাচে দ্বিতীয়বার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। একই ভেন্যুতে ১৪ সেপ্টেম্বর গ্রুপ এ-এর ম্যাচের এক সপ্তাহ পর আয়োজিত হয়েছে এই ম্যাচ। লিগ পর্বের ম্যাচে ভারত সাত উইকেটে জয়ী হয়েছিল। ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ বিনামূল্যে কোথায় দেখানো হবে নীচে সব জানানো হল। IND vs PAK, Super Four Asia Cup 2025 Live Streaming in Bangladesh: ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫; সরাসরি দেখুন বাংলাদেশে

ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫

বিনামূল্যে এশিয়া কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

২১ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

ভারত বনাম পাকিস্তান, সুপার ফোর এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে বিনামূল্যে সম্প্রচার করা হবে DD Sports চ্যানেলে।