Nitish Kumar Reddy (Photo Credit: BCCI/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আজ সকালে ব্যাট করতে এসে থেকেই নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ভারতের হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন। যখন অস্ট্রেলিয়া মনে করে তারা প্রথম সেশনটি ভালভাবে শেষ করছে তখন বাধা হয়ে দাঁড়ান এই তরুণ তারকা। অজিরা ঋষভ পন্থ (২৮) এবং রবীন্দ্র জাদেজাকে (১৭) আউট করেন। রেড্ডির হাফসেঞ্চুরির সঙ্গে যোগ দেন ওয়াশিংটন সুন্দর, তাঁদের গড়া জুটিতে ভারত ফলো অন বাঁচাতে সক্ষম হয়। শুধু তাই নয় তাঁদের ১০০ রানের জুটি ভারত এবং অস্ট্রেলিয়ার রানের ব্যবধান অনেকটায় কমে গিয়েছে। এই মুহূর্তে হাফসেঞ্চুরির দিকে এগিয়ে সুন্দর এবং সেঞ্চুরির পথে রেড্ডি। দ্বিতিয় সেশনে ভারতের স্কোর- ৩২৬/৭, পিছিয়ে ১৪৮ রানে।  AUS vs IND 4th Test Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, চতুর্থ টেস্ট, সরাসরি দেখবেন যেখানে

নীতীশ কুমার রেড্ডির ব্যাটিং

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৭৪ রান তাড়া করতে নেমেছে ভারত। বক্সিং ডে টেস্টে রোহিত শর্মা ওপেন করতে আসেন। তবে প্যাট কামিন্সের বলে পুল মারতে গিয়ে আউট হয়ে ফিরে যান মাত্র ৩ রানে। এরপর কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে ভালো জুটি গড়েন। দ্বিতীয় সেশনের শেষ বলে বোল্ড হন রাহুল (২৪)। ভারতের হয়ে বোলিংয়ে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর চার উইকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ৯৯ রানে দিয়ে উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং নাথান লায়নের উইকেট নেন। গতকাল দিনের শেষ সেশনে যশস্বী জয়সওয়াল ৮১ বলে তার অর্ধশতরানে ভারতকে ভরসা দেন। বিরাট কোহলির সাথে তার পার্টনারশিপের পর ১১৮ রানে ৮২ রানে যশস্বী রান আউট হয়ে যান। তাঁর মাত্র ৮ বল পরেই স্কট বোল্যান্ডে বলে আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি (৩৬)। এরপর আধ ঘণ্টা আগেই নাইটওয়্যাচম্যান হিসেবে আকাশদীপকে পাঠান রোহিত। এক রানও করতে না পেরে কোনক্রমে ১৩ বল খেলে বোল্যান্ডের বলে আউট হন তিনি।