ছত্তিশগড়ের পাশাপাশি তেলেঙ্গানার একাধিক জঙ্গলে এখনও মাওবাদী (Maoist) অধ্যুষিত বেশ কিছু জায়গা রয়েছে। যেখানে প্রায়শই অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীরা। এরমধ্যেই শনিবার তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম (Bhadradri Kothagudem) জেলায় ৫ মাওবাদী থানায় এসে আত্মসমর্পণ করল। জানা যাচ্ছে, এদিও ওই এলাকার জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর কথা ছিল পুলিশ বাহিনীর। তার আগেই মাওবাদীরা থানায় চলে আসে। ধৃতরা মধ্যে ছত্তিশগড়ের বিজাপুর জেলার বাসিন্দা হলেন, পুনেম পাকশি (২৭), রেব্বা সোমা (২৫), মাধবী গঙ্গি (২৩) এবং ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার ভেট্টি দেবা (২১), মাদাক্কাম উঙ্গি (২২)।
#WATCH | Telangana: 5 members of the banned Communist Party of India (Maoist) surrendered before the police in Bhadradri Kothagudem district, Telangana today
The surrendered members were identified as Poonem Pakshi (27 years) from Bijapur District, Chhattisgarh State, Vetti… pic.twitter.com/JH9rTqwO1T
— ANI (@ANI) December 28, 2024