Representational Image (Photo Credits: Pixabay)

ক্রমেই এদেশে বাড়ছে অনুপ্রবেশকারীদের (Infiltrator) সংখ্যা। কখনও নদিয়া, কখনও বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের। শুক্রবার রাতে বাগদা থেকে গ্রেফতার করা হয় দুজনকে। যার মধ্যে একজন মহিলা ও অপরজন পুরুষ। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী বলেই দাবি করেছে। ধৃতদের নাম দুলাল শেখ ও পারুল বেগম। শনিবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রাথমিক জেরায় অভিযুক্তরা দাবি করেছেন যে কাজের খোঁজে এদেশে এসেছেন। তবে মনে করা হচ্ছে তাঁরা অন্য চক্রে জড়িত রয়েছেন। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর, এদিন সন্ধ্যের দিকে বাগদার ইকোলা বাজার এলাকায় এই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে কোনওকিছুই দেখাতে পারে না। এরপরেই তাঁদের আটক করা হয়। জেরায় তাঁরা জানিয়েছে যে তাঁরা বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা। চোরাপথে দালালকে টাকা দিয়ে এদেশে এসেছিল তাঁরা।

শুক্রবারই বাগদা থেকে ওপার বাংলায় যাওয়ার কথা ছিল দুলাল ও পারুলের। তার আগেই গ্রেফতার করা হয় দুজনকে। যদিও এদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও ঘটনাস্থল থেকে দুজন ছাড়া আর কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।