Harshit Rana and India Team (Photo Credit: BCCI/ X)

IND A vs SA A 2nd Unofficial ODI: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে আজ, রবিবার, ১৬ নভেম্বর থেকে রাজকোটের খন্ডেরির নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজিত হবে। ভারত এ দল প্রথম ওয়ানডে ম্যাচটি ৪ উইকেটে জয় পেয়েছে এবং সিরিজে ১-০ লিডে রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে। জবাবে ভারতের হয়ে রুতুরাজ সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন। এই সিরিজে ভারতের এ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রুতুরাজ গায়কওয়াড়, যিনি ১১৭ রান করেছেন। এছাড়া বল হাতে হর্ষিত রানা সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৯০ রান করেছেন দেলানো পোৎগিটার এবং সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন বিজর্ন ফোর্টুইন। Akash Choudhary Hits Consecutive 8 Sixes: টানা ৮টা ওভার বাউন্ডারি, ১১ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড মেঘালয়ের আকাশ চৌধুরীর

ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ, দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে

ভারত 'এ' স্কোয়াডঃ ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আয়ুষ বাদোনি, প্রভসিম্রান সিং, মানব সুথার, অর্শদীপ সিং, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, হর্ষিত রানা, ভিপরাজ নিগম, নীতীশ কুমার রেড্ডি।

দক্ষিণ আফ্রিকা 'এ' স্কোয়াডঃজেসন স্মিথ, সিনেথেম্বা কেশিলে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (উইকেটরক্ষক) মার্কেস একারম্যান (অধিনায়ক) কোডি ইউসুফ, জর্ডান হারমান, মিহলালি মপোয়ানা, ব্যোর্ন ফর্টুইন, নাকাবায়োমজি পিটার, ডেলানো পটগিয়েটার, ওটনেল বার্টম্যান, রুবিন হারমান, শেপো মোরেকি, কোয়েনা মাফাকা, রিভালদো মুনসামি।

ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?

১৬ নভেম্বর রাজকোটের খন্ডেরির নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ( Niranjan Shah Stadium, Khandheri, Rajkot) আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?

ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

ভারতে কোথায় দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?

ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ

ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে JioHotstar অ্যাপে।