Akash Choudhary Hits Consecutive 8 Sixes: রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025-26) তে সুনামি তোলা ইনিংস খেললেন মেঘালয়ের ব্যাটার আকাশ চৌধুরী। রবিবার সুরাটে পিথওয়ালা মাঠে অরুণচাল প্রদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে আট নম্বরে ব্যাট করতে নেমে টানা ৮টা বলে ওভার বাউন্ডারি হাঁকালেন মেঘালয়ের আকাশ। হ্যাঁ, একেবারে গুণে গুণে পরপর আটটা বলে আটটা ছক্কা হাঁকালেন মেঘালয়ের এই টেলেন্ডার ব্যাটার। তার মধ্যে এক ওভারে ৬টা ওভার বাউন্ডারিও আছে। শেষ পর্যন্ত ১১ বলে হাফ সেঞ্চুরি করে প্রথম শ্রেণীর ক্রিকেটে নজির গড়লেন আকাশ চৌধুরী। ক্রিজে ব্যাট করতে নামার মাত্র ৯ মিনিটের মধ্যেই একেবারে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। গ্যারি সোবার্স (১৯৬৮), রবি শাস্ত্রী (১৯৮৫)-র পর প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে ৬টা ছক্কা হাঁকানোর নজির গড়লেন আকাশ। তবে এক ওভারের পরের দুটো বলেও ওভার বাউন্ডারি হাঁকিয়ে সোবার্স, শাস্ত্রীদেরও ছাপিয়ে গেলেন আকাশ।
১৩ বছর আগের নজির ভাঙল
গোটা বিশ্বব্যাপি হওয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের বিষয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা এতদিন ছিল লেস্টারশায়ারের উইনি হোয়াইটের দখলে। ২০১২ সালে এসেক্সের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন উইনি। সেই রেকর্ডটা এদিন ১১ বলে হাফ সেঞ্চুরি করে ভাঙলেন আকাশ। শেষ পর্যন্ত ১৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন আকাশ। মেঘালয় তাদের প্রথম ইনিংস ৬ উইকেটে ৬২৮ রানে ডিক্লেয়ার করে। মেঘালয়ের ওপেনার অর্পিত ভাতেওয়ারা ২০৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এ ছাড়াও সেঞ্চুরি করেন অধিনায়ক কিশাল লিংধো (১১৯) ও রাহুল দালা (১৪৪)। তবে সব কিছুকে ছাপিয়ে ২৫ বছরের ডানহাতি পেসার-অলরাউন্ডার আকাশ সবাইকে চমকে দিলেন।
আকাশ চৌধুরীর নজির
The fastest fifty in first-class fifty, off just 11 balls 🤯
Meghalaya's Akash Kumar Choudhary hit an unprecedented EIGHT consecutive sixes in a record-breaking half-century against Arunachal Pradesh 🔥pic.twitter.com/sFk57EBobu
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 9, 2025
রঞ্জিতে ১৫ বলে হাফ সেঞ্চুরির নজির ভাঙল
এর আগে রঞ্জি ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার বানদীপ সিংহের দখলে। তিনি ২০১৫ সালে আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এখন, টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকের ঝুলিতে। আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিসবা একটি টেস্ট ম্যাচে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।