IND A vs SA A 1st Unofficial ODI: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট আজ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে রাজকোটের খন্ডেরির নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজিত হবে। আনঅফিসিয়াল টেস্ট সিরিজ ড্রয়ের পর এখন ৫০ ওভারের ফরম্যাটে ভারত এ এবং দক্ষিণ আফ্রিকা এ একে অপরের মুখোমুখি হবে। যেখানে ভারতের ঘরোয়া সার্কিটের কিছু শীর্ষ তারকা থাকবে ভারতের এ দলে খেলবে তিলক ভার্মার (Tilak Varma) অধীনে। ভারতের এই তরুণ দলে থাকবেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), রিয়ান পরাগ (Riyan Parag), ইশান কিষাণ (Ishan Kishan) ও হর্ষিত রানা (Harshit Rana) সহ অন্যান্য খেলোয়াড়রা। দক্ষিণ আফ্রিকার এ দল মার্কেস অ্যাকারম্যান (Marques Ackerman)-এর নেতৃত্বে খেলেবন। আইপিএল সেনসেশন কোয়েনা মাফাকা (Kwena Maphaka) দলেও আছেন তবে এই তরুণ পেসার খেলার একাদশে জায়গা পান কি না সেটাই দেখার। Akash Choudhary Hits Consecutive 8 Sixes: টানা ৮টা ওভার বাউন্ডারি, ১১ বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড মেঘালয়ের আকাশ চৌধুরীর
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ, প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে
Time to shine in blue! ✨🇮🇳🔥 #WhistlePodu #INDAvSAA pic.twitter.com/AykOEIenwI
— Chennai Super Kings (@ChennaiIPL) November 13, 2025
ভারত 'এ' স্কোয়াডঃ ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা, আয়ুষ বাদোনি, প্রভসিম্রান সিং, মানব সুথার, অর্শদীপ সিং, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, হর্ষিত রানা, ভিপরাজ নিগম, নীতীশ কুমার রেড্ডি।
দক্ষিণ আফ্রিকা 'এ' স্কোয়াডঃজেসন স্মিথ, সিনেথেম্বা কেশিলে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (উইকেটরক্ষক) মার্কেস একারম্যান (অধিনায়ক) কোডি ইউসুফ, জর্ডান হারমান, মিহলালি মপোয়ানা, ব্যোর্ন ফর্টুইন, নাকাবায়োমজি পিটার, ডেলানো পটগিয়েটার, ওটনেল বার্টম্যান, রুবিন হারমান, শেপো মোরেকি, কোয়েনা মাফাকা, রিভালদো মুনসামি।।
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?
১৩ নভেম্বর রাজকোটের খন্ডেরির নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ( Niranjan Shah Stadium, Khandheri, Rajkot) আয়োজিত হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
ভারতে কোথায় দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ?
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে দেখা যাবে JioHotstar অ্যাপে।