Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৫ অক্টোবর সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground, Sydney) মুখোমুখি হয় AUS বনাম IND। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। সিডনিতে হর্ষিত রানার (Harshit Rana) ৪ উইকেটের সুবাদে অজিরা মাত্র ২৩৬ রানে অলআউট হয়ে যায়। এছাড়া ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-এর ২ উইকেটের ৪৬.২ ওভারে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। তাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ম্যাথু রেনশ (Matt Renshaw)। এখানে উল্লেখ্য, এটি তার কেরিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি। AUS vs IND 3rd ODI Toss Update: টসে হেরে প্রথমে বল করছে ভারত, একনজরে দু'দলের একাদশ
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় ওয়ানডে স্কোরকার্ড
Innings Break!
A clinical bowling display from #TeamIndia as Australia are bundled out for 236 runs in the 3rd ODI.
Harshit Rana is the pick of bowlers with 4 wickets to his name.
Scorecard - https://t.co/nnAXESYYUk #TeamIndia #AUSvIND #3rdODI pic.twitter.com/HNAkdZYMQe
— BCCI (@BCCI) October 25, 2025
এছাড়া অধিনায়ক মার্শ ৪১ রানের ইনিংস খেলেন। অজিরা এই ম্যাচে ভালো শুরু করে কিন্তু মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বিস্ফোরক ব্যাটসম্যান ট্রাভিস হেডকে (Travis Head) ২৯ রানে আউট করে মোমেন্টাম ভাঙেন। এরপর অক্ষর প্যাটেল (Axar Patel) অজি অধিনায়ককে আউট করেন। পরের দিকে অ্যালেক্স ক্যারি (Alex Carey) ম্যাথু শর্ট (Matthew Short)-এর সঙ্গে জুটি বেঁধে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সুন্দর এবং হর্ষিত এই দুই উইকেট তুলে নিলে অজিদের কোনও ব্যাটসম্যানই টিকতে পারেনি। একসময় যখন ২০০ রানও কঠিন মনে হচ্ছিল তখন কুপার কনোলি (Cooper Connolly) ২৩ রানের ইনিংস খেলে অজিদের একটু আশা দেন। এখন ভারতের সামনে ২৩৭ রানের টার্গেট, আশা করা যায় ভারত এই ম্যাচ জিতবে।