England National Cricket Team vs India National Cricket Team, 5th Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩১ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই টেস্ট সিরিজে ভারতের অধিনায়কত্বে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। তার অধীনে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) চোটের কারণে বাদ পড়ায় দল অলির পোপের (Ollie Pope) নেতৃত্বে খেলবে। আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দুই দলের একাদশ সম্পর্কে নীচে দেওয়া হল। ENG vs IND 5th Test Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচ টস আপডেট
In breaking news... India have lost the toss 😅 pic.twitter.com/qVYrmVJuZB
— England Cricket (@englandcricket) July 31, 2025
ইংল্যান্ড এই ম্যাচের দল গতকাল (৩০ জুলাই) ঘোষণা করে দিয়েছিল। ওভালে ম্যাচের জন্য একাদশে চারটি পরিবর্তন করেছে। স্টোকসের পাশাপাশি, লিয়াম ডসন (Liam Dawson), জোফরা আর্চার (Jofra Archer) এবং ব্রাইডন কার্সও (Brydon Carse) সিরিজের শেষ ম্যাচটি মিস করবেন। তাদের পরিবর্তে দলে এসেছেন জ্যাকব বেথেল (Jacob Bethell), জেমি ওভারটন (Jamie Overton), গাস অ্যাটকিনসন (Gus Atkinson) এবং জশ টাঙ্গ (Josh Tongue)। অন্যদিকে ভারতের দলে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) অংশুল কম্বোজের (Anshul Kamboj) বদলে এবং আকাশদীপ (Akashdeep) জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বদলে খেলবেন। এছাড়া শার্দুল ঠাকুরের (Shardul Thakur) পরিবর্তে করুণ নায়ার (Karun Nair) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) ঋষভ পন্থের (Rishabh Pant) বদলে খেলবেন।
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাঙ্গ।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), করুন নায়ার ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।