England National Cricket Team vs India National Cricket Team, 5th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩১ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ইংল্যান্ড সিরিজে ২-১ এগিয়ে থাকার সাথে সাথে, ভারতকে সিরিজ সমতায় আনতে এবং বিদেশের মাটিতে পরাজয় এড়াতে জিততেই হবে। ভারতের ম্যানচেস্টারে বল হাতে পারফরম্যান্স ছিল খুব খারাপ। এই বিষয়টি মাথায় রেখে, বোলিং লাইনে পরিবর্তনের আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) অংশুল কম্বোজের (Anshul Kamboj) বদলে এবং আকাশদীপ (Akashdeep) জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বদলে খেলবেন। এছাড়া শার্দুল ঠাকুরের (Shardul Thakur) পরিবর্তে করুণ নায়ার (Karun Nair) এবং ধ্রুব জুরেল পন্থের বদলে খেলবেন। ENG vs IND 5th Test Winning Prediction: ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫
It all comes down to this. pic.twitter.com/hGRojvtCqP
— England Cricket (@englandcricket) July 31, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাঙ্গ।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা/অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ?
৩১ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, পঞ্চম টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।