Nitish Kumar Reddy (Photo Credit: BCCI/ X)

Nitish Kumar Reddy Wicket Video: নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) লর্ডসে তার প্রথম ওভারেই দুই ইংরেজ ওপেনারকে আউট করেন। গত সপ্তাহে এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে শুধুমাত্র দুই রান (প্রতিটি ইনিংসে ১ রান) করার পরেও, অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি লর্ডসে তৃতীয় টেস্টের জন্য ভারতের একাদশে জায়গা করার পর অনেকেই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু ২২ বছর বয়সী অন্ধ্র প্রদেশের ক্রিকেটার ভারতকে ব্রেকথ্রু এনে দিয়ে সমালোচকদের নীরব করে দেন। তিনি বেন ডাকেট (Ben Duckett) এবং জ্যাক ক্রলির (Zak Crawley) প্রথম উইকেটের ৪৩ রানের পার্টনারশিপ ভেঙে দেন। প্রথমে তিনি ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে ডাকেটকে আউট করে। তিনি ৪০ বলে মাত্র ২৩ রান করেন। এরপর ১৪তম ওভারের শেষ বলে রেড্ডি সেই ওভারেই ইংরেজ ভক্তদের হতবাক করে দেন ক্রাউলিকে আউট করেন। এই ভিডিও এখন ভাইরাল। ENG vs IND 3rd Test Toss Update: টসে হেরে প্রথমে বল করবে ভারত; লর্ডসে ফিরছেন জসপ্রীত বুমরাহ, জোফরা আর্চার

প্রথম ওভারেই ইংল্যান্ডের দুই ওপেনারকে ওড়ালেন নীতিশ কুমার রেড্ডি

এখানে উল্লেখ্য, নীতিশ ছাড়া লাঞ্চ অবধি আর কোনও বোলার উইকেট নিতে সফল হয়নি। ইংল্যান্ডের হয়ে অলি পোপ (Ollie Pope) ২৫ বলে ১৩ রানে খেলছেন। তার সঙ্গ দিচ্ছেন জো রুট (Joe Root)। যিনি ৩৪ বলে ২৪ রান করেছেন। ৪৪/২ থেকে তারা ইংল্যান্ডের স্কোর ৮৮/২ রানে নিয়ে গেছেন। টসে জিতে আজ ব্যাট করছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকার পর ভারতের টেস্টে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে, ইংল্যান্ড দলে। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন জোফরা আর্চার (Jofra Archer)।