England National Cricket Team vs India National Cricket Team, 3rd Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর তৃতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ইংল্যান্ডের অধিনায়কত্বে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। তাদের দলে গতকালই ঘোষণা করা হয়, সেখানে চার বছর পর টেস্ট দলে ফিরেছেন জোফরা আর্চার (Jofra Archer)। অন্যদিকে, ভারতের অধিনায়কত্বে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকার পর এই টেস্টে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) লর্ডসে ইংল্যান্ড একটি সবুজ পিচ প্রস্তুত করেছে, যা তাদের সিমারদের জন্য বেশ ভালো। ডুকস বল শুরুতেই সুইং করবে, সব বুঝে টসে জিতে আজ ব্যাট করছে ইংল্যান্ড। Lords Weather Report: বৃষ্টিতে কি নষ্ট হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের দিনগুলো? একনজরে লর্ডসের আবহাওয়া
ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট ম্যাচ টস আপডেট
Ben Stokes wins the toss, England will bat first in the third Test at Lord'shttps://t.co/dp3RtHo2QM | #ENGvIND pic.twitter.com/q58Grv4Jc8
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 10, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।