আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আগামী বছর জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য এই সিরিজ দুটি দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।আর এই সিরিজে খেলতে অবসর ভেঙে ফিরতে চান অজি তারকা ডেভিড ওয়ার্নার (David Warner)। ওয়ার্নার সাফ জানালেন, দলের জন্য তাঁকে প্রয়োজন পড়ে, তাহলে তিনি মাঠে নামতে প্রস্তুত আছেন। আর এই জন্য তিনি শুধু একটা ফোন কল দূরে আছেন। নির্বাচকরা, কোচ, অধিনায়ক চাইলে তিনি ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে তৈরি আছেন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য শেফিল্ড শিল্ডেও নামতে চান বাঁ হাতি অজি তারকা ওপেনার। চলতি বছর টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি।
তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য দরজা খোলা রেখেছেন ওয়ার্নার। চলতি বছর সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের পর পাঁচদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার জার্সিতে ১১২টি টেস্টে ৪ হাজার ৭৮৬ রান করেছেন ওয়ার্নার। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ৩৩৫, ২৬টি সেঞ্চুরিও আছে।
অবসর ভেঙে ফিরতে চান ওয়ার্নার
David Warner says he's available to play against India if the selectors call 😮
(via @BenHorne8) #AUSvIND pic.twitter.com/sGXWJAdZfc
— 7Cricket (@7Cricket) October 22, 2024
উসমান খোয়াজার সঙ্গে এখনও ওয়ার্নারের বিকল্প হিসেবে তেমন কাউকে পায়নি অস্ট্রেলিয়া। ওয়ার্নারের অবসরের পর এখন ওপেনার হিসেবে খেলছেন স্টিভ স্মিথ। স্মিথ কিন্তু স্পেশালিস্ট ওপেনার নন। ওয়ার্নারের অসরের পর অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে বিরুদ্ধে দুটি ও নিউ জিল্যান্ডে গিয়ে তিন টেস্টের সিরিজ খেলেছে। আর এই পাঁচটি টেস্টেই খোয়াজার সঙ্গে ওপেন করেছেন স্মিথ। ব্রিসবেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকালেও ওপেনার স্মিথ পুরোপুরি ব্যর্থ হন। ওয়ার্নারের উত্তরসূরি হিসেবে উঠে আসছিল ক্যামরন বেনক্রাফ্ট, মার্কস হ্যারিস, ও ম্যাচ ম্যাট রানশো-র নাম। কিন্তু তাদের কারও ওপরেই তেমন ভরসা দেখাতে পারছেন না অজি নির্বাচকরা। ভারতের বিরুদ্ধে কঠিন সিরিজে তাই ওয়ার্নারের দ্বারস্থ হতে পারে ক্যাঙারুর দেশ।