ক্রিকেটার ক্রিস গেইল (Photo: Twitter)

'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচিতে জামাইকাকে (Jamaica) ৫০ হাজার ডোজ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন (COVID19 vaccine) পাঠিয়েছে ভারত। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার ও ভারতের নাগরিকদের ধন্যবাদ জানালেন ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেললেও আদলতে জামাইকার নাগরিক গেইল। টুইটারে ভিডিও পোস্ট করে ধন্যবাদ জানিয়ছেন তিনি। ভিডিওতে গেইলকে বলতে শোনা গেছে, "ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণ, ভারত সরকার ধন্যবাদ জানাতে চাই জামাইকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা এই কাজের প্রশংসা করি। অনেক ধন্যবাদ ভারত। শীঘ্রই দেখা হবে।"

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাইন্ডার আন্দ্রে রাসেলও ভ্যাকসিন পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। জামাইকার ভারতীয় দূতাবাস রাসেলের ভিডিও টুইটারে শেয়ার করেছে। রাসেল বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় হাইকমিশনকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশেও ভ্যাকসিন এসে গেছে। সত্যিই রোমাঞ্চিত। আমি দেখতে চাই যে পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো হয়ে গেছে। জামাইকার মানুষ ভারতের এই উদ্যেগের প্রশংসা করছেন। ভারত-জামাইকা ভাই-ভাই। সবাই নিরাপদে থাকুন।" আরও পড়ুন: Nandigram: নন্দীগ্রামে মমতার দুর্ঘটনাস্থলে ফরেন্সিক টিম

জামাইকাকে ৫০ হাজার ডোজ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। সেই কারণে একটি টুইট বার্তায় জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার, ভ্যাকসিন মৈত্রী উদ্যোগে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন জামাইকা পৌঁছেছে।