পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিসের (Waqar Younis) বিরুদ্ধে রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও বাংলাদেশ ক্রিকেট নিয়ে ওয়াকারের সমালোচনামূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়। সেই ম্যাচে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে (Angelo Mathews) বিতর্কিতভাবে 'টাইমড আউট' দেওয়া হয়, যা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম উদাহরণ। ম্যাচ চলাকালীন ম্যাথুজকে 'টাইমড আউট' করার আবেদন করার সিদ্ধান্ত নেন সাকিব। আইসিসির নিয়মে 'টাইম আউট' করার নিয়ম থাকলেও এই ঘটনার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তা কার্যকর হয়নি। সেই সময় ম্যাথুজ নতুন হেলমেটের জন্য অনুরোধ করেন, এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে দুই মিনিটেরও বেশি সময় লেগে যায়। সাকিব দেরি না দেখে আম্পায়ারকে বিষয়টি জানান, যার ফলে ম্যাথুজকে 'টাইম আউট' ঘোষণা করা হয়। Mohammad Shami Slams Hasan Raza: বিশ্বকাপে হাসান রাজার ভারতকে নিয়ে অবান্তর বক্তব্যে ক্ষুব্ধ মহম্মদ শামি, পোস্টে ওগরালেন রাগ
ওয়াকার ও প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড (Russel Arnold) তখন ধারাভাষ্যে সাকিবের কর্মকাণ্ডের সমালোচনা করেন। ইউনিস সেইসময় সাকিবের প্রতি তার সমালোচনা করে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রতি অসম্মতি প্রকাশ করে উল্লেখ করেন যে এটি ক্রিকেটের চেতনার পরিপন্থী। তিনি বলেন, 'যা দেখলাম, তা খুব একটা উপভোগ করতে পারিনি। যা ক্রিকেটীয় চেতনার পক্ষে ভাল ছিল না। আমি পুরনো চিন্তাধারা থেকে এসেছি এবং আমার মনে হয় অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করার জন্য এটা অনেক নাটকীয় ছিল।'
এই প্রসঙ্গেই ওয়াকারের বিরুদ্ধে এই নিয়ম জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির কাছে অভিযোগ জানাতে, যাতে ওয়াকারকে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে আন্তর্জাতিক ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আদালত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এর সভাপতিকে ১০ দিন সময় দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খানের (Waliur Rahman Khan) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম (Mustafa Zaman Islam) ও বিচারপতি মহম্মদ আতাবুল্লাহর (Md Atabullah) সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।