IPL Mega Auction 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ নিলামের তালিকায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পেসার জোফরা আর্চারের (Jofra Archer) নাম নেই। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায় আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে। গত কয়েক বছরে আইপিএলের অন্যতম দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। তিনি লিগে ব্যাপক প্রভাব ফেলেছেন এবং ব্যাট ও বল দুই দিয়েই তার ফ্র্যাঞ্চাইজিতে অবদান রেখেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৩-এ অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটি টাকার বিনিময়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনি পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাদের লিগের প্লে অফে পৌঁছাতে সাহায্য করেছিলেন। ক্যামেরন গ্রিন আইপিএল ২০২৩-এ ১৬টি ম্যাচ খেলে ৪৫২ রান করেন। এছাড়া একটি সেঞ্চুরি হাঁকানো ছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে ৬ উইকেট নেন। IPL Auction Player List 2025: আইপিএলের ২ দিনের নিলামে ৫৭৪ জন খেলোয়াড়, জানুন সম্পূর্ণ ক্রিকেটারের তালিকা
তবে আইপিএল ২০২৪-এ তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে চলে যান। নতুন দলের হয়ে দারুণ প্রভাব রেখেছেন এই অলরাউন্ডার। ১৪ ম্যাচে সর্বোচ্চ ৪৬ রানের সঙ্গে ২৫৫ রান করেছেন এই অলরাউন্ডার। বল হাতে দলের হয়ে নেন ১০ উইকেট। সব মিলিয়ে ২৯ ম্যাচে ১৫৪ স্ট্রাইক রেটে ৭০৭ রান করেছেন ক্যামেরন গ্রিন। ১৬টি উইকেটও নিতে পেরেছেন তিনি। তবে নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে রাখেনি। এখন জানা গিয়েছে তাঁর পিঠে চোটও রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত নন জোফরা আর্চার। চোটের কারণে তার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাকে মাঠের বাইরে রেখেছে। তিনি আইপিএল ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন এবং আইপিএল ২০২৪ নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
জোফরা আর্চার তার আইপিএল কেরিয়ারের দুর্দান্ত শুরু করেন এবং রাজস্থান রয়্যালসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু চোটের কারণে ব্যাকফুটে চলে যান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪০ ম্যাচে সব মিলিয়ে ৪৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের জেসন রয়ও (Jason Roy) শেষ ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং আট ম্যাচে ২৮৫ রান করেন। ইংলিশ ওপেনার এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট লায়ন্সের (এখন নেই) প্রতিনিধিত্ব করেন। ব্যক্তিগত কারণে ২০২৪ মরসুম থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন রয়।