
KKR Practice Match Highlights: গত ১২ মার্চ থেকে কলকাতায় ক্যাম্প শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গতকাল, ১৫ মার্চ এক প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার এই ম্যাচে অংশ নেন। রিঙ্কু সিংহ এবং আন্দ্রে রাসেলকেও সেখানে বিস্ফোরক ব্যাটিং করতে দেখা যায়। চোট কাটিয়ে ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও অ্যানরিখ নর্টজে ম্যাচে অংশ নেন। ইডেন গার্ডেন্সে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভোর তদারকিতে কেকেআরকে গোল্ড এবং পার্পল দুই দলে ভাগ করা হয়। তবে গতকালের ম্যাচে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং স্পেন্সার জনসন অংশ নেননি। এই তিন ক্রিকেটার এখনও কেকেআর দলে যোগ দিতে পারেননি। KKR IPL 2025, Practice Match Live Streaming: কোথায়, কখন, সরাসরি অনলাইনে দেখবেন ইডেনে কেকেআরের প্রস্তুতি ম্যাচ?
কেকেআর প্র্যাকটিস ম্যাচের হাইলাইটস
A comprehensive win for Team Purple in Practice Match 1️⃣⚡
Catch KKR practice matches and more LIVE & EXCLUSIVELY on the Knight Club app! 📲🔗 Link in bio. pic.twitter.com/59zKY8AuBs
— KolkataKnightRiders (@KKRiders) March 15, 2025
কেকেআর টিম গোল্ড বনাম টিম পার্পল স্কোরকার্ড
আইপিএল ২০২৫ মরসুমের আগে শনিবার (১৫ মার্চ) নিজেদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। যেখানে আজিঙ্ক রাহানের নেতৃত্বে টিম পার্পল ভেঙ্কটেশ আইয়ারের টিম গোল্ডকে ৬ উইকেটে পরাজিত করে। ১৫.৫ ওভারে ২১৬ রান তুলে ম্যাচ জিতে নেয় টিম পার্পল। এরপর ১৩ বল বাকি থাকতে ২৫০ রানের টার্গেট হয়। এরপর ২৮০ রানের ফাইনাল টার্গেটে মাত্র ২ রানে পিছিয়ে পড়ে তারা।
টিম গোল্ড: ২০ ওভারে ২১৫/৪ (ভেঙ্কটেশ আইয়ার ৬১*, লভনিথ সিসোদিয়া ৪৬)
ICYMI, it was Luvnith Sisodia show in Eden Gardens 💜
Practice match LIVE & EXCLUSIVELY on the Knight Club App! 📲 https://t.co/4aO1mbIJOl https://t.co/ojXgJhbWee pic.twitter.com/LImaKZm4zT
— KolkataKnightRiders (@KKRiders) March 15, 2025
টিম পার্পল: ২০ ওভারে ২৭৭/৫ (রিঙ্কু সিং ৭৯*, আন্দ্রে রাসেল ৬৪*, কুইন্টন ডি কক ৫২)
Quinton lights it up in purple with a SMASHING 52 (22) at Eden 😍💜
Follow our 🆕 Knight LIVE & EXCLUSIVE on the Knight Club app! https://t.co/9JbRDlwsvk 📲🔗 pic.twitter.com/8UpFfkNbRj
— KolkataKnightRiders (@KKRiders) March 15, 2025
Andre Russell— 59*(23)! Take a bow 🙌
Practice match LIVE & EXCLUSIVELY on the Knight Club App! 📲 https://t.co/4aO1mbIJOl pic.twitter.com/aiLZXzjubx
— KolkataKnightRiders (@KKRiders) March 15, 2025
Walked in and chose destruction! 40* (19) for Rinku 😮💨🔥
Follow our Knights LIVE & EXCLUSIVELY on the Knight Club app! https://t.co/9JbRDlx0kS 📲🔗 pic.twitter.com/9QmTyeoltK
— KolkataKnightRiders (@KKRiders) March 15, 2025