Kolkata Knight Riders (Photo Credit: KKR/ X)

KKR IPL 2025, Practice Match Live Streaming: কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএল ২০২৫ (IPL 2025) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রফি আবার গত মরসুমের ফর্ম ধরে রাখতে চাইবে। শ্রেয়স আইয়ারের পরিবর্তে অজিঙ্ক রাহানে মরসুমের জন্য তাদের নতুন অধিনায়ক হয়েছেন। কেকেআর নিলামে ধরে রাখতে পারেনি শ্রেয়সকে। বিধ্বংসী ওপেনিং ব্যাটার ফিল সল্ট, মিডল অর্ডারে নীতিশ রানা এবং মিচেল স্টার্কও তিনবারের বিজয়ীদের দলে থাকবেন না। তবে তার বদলে থাকছেন কুইন্টন ডি কক, এনরিখ নর্টজে। রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে ধরে রাখা হয়েছে। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরাকে দলে নেওয়া হয়েছে। রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে এবং অনুকূল রায় ইডেন গার্ডেন্সে ফিরেছেন। থাকছেন মইন আলি, স্পেন্সার জনসন, উমরান মালিক এবং লুভনিথ সিসোদিয়ার মতো তারকারা। KKR IPL 2025: ভেঙ্কটেশ আইয়ার নয়, কেন অজিঙ্ক রাহানেকেই অধিনায়ক হিসেবে বেছে নিল কেকেআর?

অনলাইনে দেখুন ইডেনে কেকেআরের প্রস্তুতি ম্যাচ

কেকেআর প্রস্তুতি ম্যাচের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ?

১৫ মার্চ কলকাতার ইডেন গার্ডেন (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ।

কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ?

কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ

কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন Knight Club App অ্যাপে