Abhimanyu Easwaran (Photo Credit: BCCI/ X)

Vijay Hazare Trophy Knockouts: দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal), প্রসিদ্ধ কৃষ্ণা এবং অভিমন্যু ঈশ্বরণ () সকলেই ৯ জানুয়ারি থেকে ভদোদরায় ২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফির নকআউট পর্বে নিজ নিজ দলের ফিক্সচারে অংশ নেবেন। ESPNCricinfo-এর রিপোর্ট অনুসারে কেএল রাহুল (KL Rahul) ছুটির জন্য অনুরোধ করেন এবং তিনি থাকছেন না। এদিকে তামিলনাড়ু যদি সেমিফাইনালে জায়গা করতে পারে তবে সেই পর্যায়ে ওয়াশিংটন সুন্দরকে পাওয়া যাবে। বুধবার সিডনি থেকে ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় ভারতের দিকে রওনা হবেন। এই তালিকায় আছেন পাডিক্কল ও প্রসিদ্ধ। তবে জানা গিয়েছে অভিমন্যুকে একদিন আগেই উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাঁর জন্য আগের বিমানে বুক করেন। পরে সিঙ্গাপুর ও আহমেদাবাদে যাত্রাবিরতির পর ভদোদরায় রাজ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ, হরিয়ানার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগের দিন বেঙ্গলের বাকি স্কোয়াডের সঙ্গে অনুশীলন করবেন অভিমন্যু। Vijay Hazare Trophy 2024-2025: শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফির নকআউটস, একনজরে দল এবং সময়সূচি

পিঠের চোটের কারণে ভারতীয় দলে থাকা বেঙ্গলের আরেক ক্রিকেটার আকাশ দীপ ছিটকে গেছেন। একই কারণে তিনি অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট থেকে ছিটকে যান তিনি। এখন ঘরোয়া টুর্নামেন্টের পরিবর্তে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে (আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) যাবেন। আগামীকাল বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ জানুয়ারির মধ্যে কর্ণাটক দলে যোগ দেবেন প্রসিদ্ধ ও পাডিক্কল। বর্ডার গাভাস্কর সিরিজের আগে ভারত এ দলের অংশ ছিলেন তারা। ছেলের জন্মের কারণে রোহিত শর্মার দেরিতে আসার সময় পাডিক্কল প্রথম টেস্ট খেলেন। পাডিক্কল পার্থে ভারতের ২৯৫ রানের জয়ে অংশ ছিলেন, তবে পরবর্তী কোনও টেস্টে তাকে নেওয়া হয়নি।

এদিকে, প্রসিদ্ধ সিডনিতে তাঁর শেষ টেস্ট খেলেন। এক বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম টেস্ট ম্যাচ। দুই ইনিংসেই স্টিভ স্মিথের উইকেটসহ ছয় উইকেট নেন তিনি। টেস্ট সিরিজের আগে ভারত এ দলের হয়ে চার দিনের ম্যাচে মুগ্ধ করেন পাডিক্কল ও প্রসিদ্ধ। অভিমন্যুর জন্য হরিয়ানার বিরুদ্ধে ম্যাচটি দুই মাসের মধ্যে তার প্রথম অফিসিয়াল ম্যাচ হবে। অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্টের একটিতেও জায়গা পাননি তিনি। রোহিতের অনুপস্থিতিতে পার্থে খেলার জন্য ব্যাক-আপ ওপেনার হওয়ার দৌড়ে থাকলেও অস্ট্রেলিয়ায় ভারত 'এ'র হয়ে চার ইনিংসে ৭, ১২, ০ ও ১৭ রানের ইনিংস তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা কমিয়ে দেয়।