Vijay Hazare Trophy 2024-2025: বিজয় হাজারে ট্রফি ২০২৪-২৫ এর গ্রুপ পর্ব শেষ হয়েছে গতকাল। যেখানে ১০টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যার মধ্যে শীর্ষ ছয়টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করবে। এছাড়া সপ্তম স্থান থেকে দশম স্থানে থাকা দলগুলি প্রি-কোয়ার্টার ফাইনালে লড়াই করবে। প্রি-কোয়ার্টার ফাইনালে যে দুই দল জিতবে তারা কোয়ার্টার ফাইনালে শীর্ষ ছয়ে যোগ দেবে। গুজরাট, মহারাষ্ট্র, বিদর্ভ, কর্ণাটক, বরোদা নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে। পাঁচ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থাকা দল পঞ্জাবও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা প্রি-কোয়ার্টার ফাইনালে রয়েছে হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ু ও বেঙ্গল। এখানে হরিয়ানা বনাম বেঙ্গলের মধ্যে প্রথম প্রি-কোয়ার্টার ম্যাচের বিজয়ী দল গুজরাটের মুখোমুখি হবে, অন্যদিকে রাজস্থান বনাম তামিলনাড়ুর অন্য বিজয়ী দল বিদর্ভের মুখোমুখি হবে। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি। Vijay Hazare Trophy : অধিনায়ক করুণ নায়ারের সেঞ্চুরি, উত্তরপ্রদেশকে ৮ উইকেটে হারাল বিদর্ভ
বিজয় হাজারে ট্রফির নকআউটসের সময়সূচি
প্রি-কোয়ার্টার ফাইনাল
-৯ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে হরিয়ানা বনাম বেঙ্গল
-৯ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে রাজস্থান বনাম তামিলনাড়ু
কোয়ার্টার ফাইনাল
-১১ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে মহারাষ্ট্র বনাম পঞ্জাব
-১১ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে কর্ণাটক বনাম বরোদা
-১২ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে গুজরাট বনাম (হরিয়ানা/ বেঙ্গল)
-১২ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে বিদর্ভ বনাম (রাজস্থান/ তামিলনাড়ু)
সেমিফাইনাল
-১৫ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে কোয়ার্টার ফাইনাল ১ এর বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ এর বিজয়ী
-১৬ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে কোয়ার্টার ফাইনাল ২ এর বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৩ এর বিজয়ী
ফাইনাল
-১৮ জানুয়ারি সকাল ৯টায় আয়োজিত হবে ফাইনাল।
সরাসরি সম্প্রচারঃ বিজয় হাজারে ট্রফি ২০২৪-২৫ এর সব ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18), অনলাইনে দেখা যাবে জিওসিনেমা অ্যাপে (JioCinema)।