Vijay Hazare trophy (Photo Credit: X@Manojy9812)

গতকাল অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে  ঘরোয়া ক্রিকেটের মহারণ বিজয় হাজারে ট্রফির গ্রুপ ডি ম্যাচে  উত্তরপ্রদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বিদর্ভ।বিজয় হাজারে ট্রফিতে ক্যাপ্টেন্সি করতে নেমে এখনও দলের মসিহা হয়ে উঠতে পারলেন না রিঙ্কু সিং। কালও ৬ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু সমীর রিজভির শতরানে প্রথমে ব্যাট করতে নেমে ৮উইকেটে উত্তরপ্রদেশ ৩০৭ রানে ইনিংস শেষ করে। এরপর ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে যশ রাঠোড়ের অপরাজিত ১৩৮ রানের ইনিংস এবং অধিনায়ক করুণ নায়ারের সেঞ্চুরিতে বিদর্ভ মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ফেলে।

 

শুক্রবার বিদর্ভের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি, এনিয়ে টানা ৪ ম্যাচের ৩টিতে শতক হাঁকালেন করুণ।উত্তরপ্রদেশের বিরুদ্ধে আউট হওয়ার আগে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে সর্বাধিক রান করার নিরিখে বিশ্ব রেকর্ড তৈরি করলেন করুণ। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানজেমস ফ্র্যাঙ্কলিন। এক বারও আউট না হয়ে টানা ৫২৭ রান করেছিলেন তিনি।

দিনের অন্যান্য গ্রুপ ম্যাচে ছত্তিশগড়, তামিলনাড়ু, মুম্বাই, কর্ণাটক, বরোদা, বাংলা, কেরালা, নাগাল্যান্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, আসাম, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, সিকিম, মহারাষ্ট্র এবং রাজস্থান জয়লাভ করে এবং সপ্তম রাউন্ডে তাদের স্থান নিবন্ধন করে।