Abdullah Shafique. (Photo Credits: X)

জোহানেসবার্গ, ২২ ডিসেম্বর: শূন্যের হ্যাটট্রিক। পাকিস্তানের তারকা ওপেনার আব্দুল শফিকের লজ্জাজনক রেকর্ড (Abdullah Shafique) । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হলেন শফিক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে কোনও রান না করে আউট হলেন। এর আগে ১৯৯৪ সালে টানা তিনটি ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ওপেনার সচিন তেন্ডুলকর। তবে শফিকের মত সচিন একই সিরিজে টানা তিনটে ম্যাচে শূন্য রানে আউট হননি। সচিনের টানা তিনটি শূন্যের লজ্জার রেকর্ডে ছিল কলম্বোয়ে শ্রীলঙ্কা, এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফরিদবাদ ও মুম্বইয়ে। সচিনের পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন ওপেনার সলমন বাটও টানা তিনটি ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউটের হ্যাটট্রিক আছে।

আজ, রবিবার জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডে-তে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা-র প্রথম বলেই আউট হয়ে যান শফিক। সিরিজের প্রথম ম্যাচ পার্লে চারটি বল খেলে শূন্য ও কেপটাউনে দ্বিতীয়টি-তে দু বল খেলে কোনও রান না করে আউট হন। এর আগে শফিকের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে টানা চারটি ম্যাচে শূন্য রানের লজ্জার নজির আছে।

শূন্যের হ্যাটট্রিক শফিকের

তার মানে তিন ম্যাচের সিরিজে ওপেন করতে নেমে মোট ৭ বল খেলে শূন্য রান করলেন ২৫ বছরের শফিক। পাকিস্তানের হয়ে ২০টি ওয়ানডে খেলে তাঁর ব্যাটিং গড় ৩৪, মোট রান ৬১২।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে ছিলেন শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে এটাই ছিল ওয়ানডে-তে তাঁর একমাত্র শূন্য রানের ইনিংস।

ওয়ানডে-তে টানা চারটে শূন্যের লজ্জার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের গাস লোগি, জিম্বাবোয়ের হেনরি ওলোঙ্গা , শ্রীলঙ্কার বিক্রমাসিঙ্ঘে, ইংল্যান্ডের ক্রেগ হোয়াইট ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। ভারতের সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, ইশান্ত শর্মা ও জশপ্রীত বুমরা টানা তিনটি ওয়ানডে-তে শূন্য রানে আউট হয়েছিলেন।