Yuzvendra Chahal (Photo Credit: Yuzi Chahal/ Instagram)

Yuzi Chahal Instagram Story: ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ইনস্টাগ্রামে তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma) কটাক্ষ করে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। তিনি সিটকম 'ফ্রেন্ডস' এর একটি কোট ব্যবহার করেছেন। চাহাল এবং ধনশ্রীর বিবাহবিচ্ছেদ ইন্টারনেটে এমনিতেই অনেকদিন ধরে ঝড় তুলেছে। ক্রিকেটারের কাছ থেকে ৬০ কোটি টাকার খোরপোষ নেওয়ার জল্পনা বাজারের চারপাশে ঘুরপাক কম খায়নি। এরপর দুবাই ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনালে আরজে মাহাবাশের () সঙ্গে চাহালকে দেখা গেলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। এরপরই চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টেই যেন যুদ্ধ শুরু করেছেন। মাহাবাশের সঙ্গে যুজবেন্দ্র চাহালের ছবি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর ও চাহালের ছবি ফের আনআর্কাইভ করে দেন ধনশ্রী। সঙ্গে শেয়ার করেন একটি পোস্ট যেখানে লেখা, 'মহিলাদের দোষারোপ করা সবসময় ফ্যাশনে থাকে।' RJ Mahvash Expressing 'One Sided Love For Shubman Gill': চাহালের সঙ্গে ছবি ভাইরাল হতেই শুভমন গিলের উপর 'ভালবাসা প্রকাশ' আর জে মাহবাশের, ভাইরাল ভিডিয়ো

চাহালের রহস্যময় পোস্ট

ব্যাপক সমালোচনার মধ্যে এখন চাহাল সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবে ধনশ্রীকে জবাব দিয়েছেন। তিনি আমেরিকান সিটকম সিরিজ 'ফ্রেন্ডস' থেকে একটি বিখ্যাত কোট শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, 'কখন চুপ করতে হবে বুঝতে পারছে না। হ্যাঁ, এটাই যেন আমার ব্যাপার।' যুজি চাহাল ২০২১ সালে ধনশ্রীকে বিয়ে করেন তবে ১৮ মাস আলাদা থাকার পরে সম্প্রতি এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি 'compatibility issues'-এর কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। জানা গিয়েছে, বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্স ফাইনাল হওয়ার আগে ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন এই দম্পতি। মিডিয়াতে এই খবরের সত্যতা নিশ্চিত করলেও ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি এখনও বিচারাধীন। তিনি চাহালের কাছ থেকে খোরপোষ হিসাবে ৬০ কোটি টাকা চেয়েছেন বলে জানা গেছে, যদিও এর সত্যতা এখনও জানা যায়নি।